চোখের পরীক্ষা: পাশাপাশি এই দু’টো ছবির মধ্যে রয়েছে ১০ টি পার্থক্য, ৩০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: দুটি ফটোর মধ্যে লুকিয়ে থাকা পার্থক্য খুঁজে বের করতে পারবেন? এই ধরণের খেলার ফলে আপনার দৃষ্টি শক্তি খুব ভালো হয়। যে কারণে অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি এই ধরণের ফটো পার্থক্য খেলার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করে থাকেন। তাই আবারো আপনাদের জন্য দুর্দান্ত একটি ফটোর মাধ্যমে ধাঁধা নিয়ে হাজির হয়েছি এই প্রতিবেদনে।
ফটোতে দেখুন একটি সারমেয় ছানাকে দেখা যাচ্ছে। পাশাপাশি দুটি একই ধরণের ফটো সেটা দেখে হয়তো বুঝতে পারছেন। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও মোট দশটি পার্থক্য আছে। আর আপনাকে সেই ১০টি পার্থক্য খুঁজে বের করতে হবে। চিন্তা নেই আপনারা ৩০ সেকেন্ড সময় পাবেন। তার মধ্যেই এই প্রশ্নের উত্তর দিতে হবে।
এখনও পর্যন্ত মাত্র কিছু শতাংশ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই কিছুতেই ভুল গুলি খুঁজে বের করতে পারছেন না। টিপস হিসাবে আপনারা এই দুরি ফটো পাশাপাশি একই সাথে দেখতে থাকুন। তাহলে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনার সময় কিন্তু শুরু হয়ে গেছে যা আবার শেষের পথে। দুটি ফটো ভালো করে দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন।
আর মাত্র কয়েক সেকেন্ড বাকি।
১০…৯…৮…৭…৬…৫…৪…৩…২…১…
ব্যাস শেষ হয়ে গেল আপনার সময়। এবার আমাদের প্রতিবেদনের উত্তর মিলিয়ে দেখুন। নিচে আপনাদের জন্য উত্তর দেওয়া হলো।
১) প্রথম ফটোতে সবুজ ঘাসের উপরে একটা ফুল থাকলেও দ্বিতীয় ফটোতে সেটা নেই।
২) প্রথম ফটোতে সারমেয়টির পায়ের নিচে কোনো ফাঁকা দেখা যাচ্ছে না। কিন্তু দ্বিতীয় ফটোতে সম্পূর্ণ ফাঁকা দেখা গেছে।
৩) প্রথম ফটোতে বাটিতে রাখা আছে হাড় কিন্তু দ্বিতীয় ফটোতে সেই হাড় নেই।
৪) প্রথম ফটোতে সারমেয়টির পিছনে ঘাস জাতীয় কিছু দেখা গেলেও দ্বিতীয় ফটোতে তা নেই বললেই চলে।
৫) প্রথম ফটোতে সারমেয়টির গলায় আছে নীল রঙে একটি চেইন। দ্বিতীয় ফটোতে সেই চেইন বদলে হয়ে গেছে কমলা।
৬) প্রথম ফটোতে ঘরের দরজা থাকলেও দ্বিতীয় ফটোতে তা জানলায় পরিণত হয়েছে।
৭) বাড়ির পাশেই বড়ো ঘাসটি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে ফটোর সাথেই দ্বিতীয় ফটোর পার্থক্য আছে।
৮) সারমেয় টির চোখটি খেয়াল করুন দুটি ফটোতে দুই রকমের রঙের হয়েছে।
৯) প্রথম ফটোয় বেড়ায় কিছু না থাকলেও দ্বিতীয় ফটোতে দেখুন লাভ সাইন দেখা যাচ্ছে।
১০) একদম পিছনে সবুজ গাছপালা থাকলেও দ্বিতীয় ফটোতে গাছপালা ছোট হয়ে গেছে।
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ফটোর মধ্যে প্রতিটি পার্থক্য নির্দিষ্ট চিহ্ন করে দেওয়া হলো। যারা উত্তর অবিলম্বে দিতে পেরেছেন তাদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই ধরণের সুন্দর প্রতিবেদনের মাধ্যমে আরও এই ধাঁধা খেলা নিয়ে হাজির হবো আপনাদের মধ্যে।