বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কি, ৯৯% মানুষই হয়েছেন ব্যার্থ!

সাধারণ মানুষের অবসর সময় কাটাতে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজারের (Brain Teaser) মতো খেলাগুলির জুড়ি মেলা ভার। বর্তমানে 8 থেকে 80 প্রায় সকলের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ ধরনের খেলা। আসলে কঠিন ধাঁধা সমাধান করলে বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা। আর সে কারণেই এমন অনেকেই আছেন যারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন এমন ধাঁধা সমাধান করতে।
Humppy নিত্যদিন আপনাদের জন্য এমন নানান ধাঁধা নিয়ে হাজির হয়। আজকেও সময় মতো চলে এসেছি আমরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের ধাঁধাটি কিন্তু বেশ কঠিন। এই ধাঁধা সমাধান করতে গিয়ে মাথার চুল ছিঁড়ছেন বুদ্ধিজীবীরা। আপনি একবার চেষ্টা করে দেখুন না উত্তরটা দিতে পারেন কী না?
আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে কোনো বস্তু বা সংখ্যা খুঁজতে হবে না আপনাদের। বরং ছবিতে দেওয়া বেশ কিছু সংকেত চিহ্ন দেখে বলতে হবে মেয়েটির নাম। উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছে সময় রয়েছে 10 সেকেন্ড।
সময় শুরু হলো এখন
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
খুব ভালো করে তাকান ছবিটির দিকে। দেখুন ছবির বামদিকের ঠিক উপরে রয়েছে তুলোর ছবি। এবং নিচে বাংলায় লেখা আছে ‘সী’। এই দুটিকে একত্রিত করে দিলে হয় ‘তুলসী‘। তাহলে বুঝতেই পারছেন ছবিতে দেওয়া মেয়েটির নাম তুলসী।
যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা পারেননি তারা অপেক্ষা করুন। আগামীতে এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।