Offbeat

বুদ্ধির খেলা : ছবিতে সংকেত দিয়ে বোঝানো হয়েছে একটি ফলের নাম, ১৫ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

ছবিতে থাকা সংকেত দেখে বুঝতে হবে কোন ফলের কথা বলা হয়েছে। এমন গেম কি আগে খেলেছেন কখনও? বর্তমান সময়ে দাঁড়িয়ে বাচ্চারা সবকিছুতে অনেক বেশি এক্টিভ। এমনকি বাবা-মায়েরাও ছোট থেকেই সেইমতোন তার সন্তানকে মানুষ করার চেষ্টা করেন। আর সেই কারণে পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন বুদ্ধির খেলায় সামিল করা হয়। যাতে তারা নিজেদের বুদ্ধিকে আরও বেশি উন্নত করতে পারে।



ধরুন যদি এই বুদ্ধির পাশাপাশি আপনার বাচ্চার দৃষ্টি শক্তিও প্রকট হয় তাহলে কেমন হয়? খুবই ভালো হবে নিশ্চই। আর তাইতো আজ আপনাদের সামনে বাচ্চাদের বুদ্ধি ও দৃষ্টি বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন ইংরেজি শব্দ শেখার একটি কৌশল নিয়ে হাজির করেছি। গোটা বিষয়টি হবে মজার ছলে। আপনারা যদি বাচ্চাদের এই ব্যাপারে উৎসাহ জোগাতে পারেন তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেখবেন কিভাবে বাচ্চারাই বিষয়টি সহজ করে নিচ্ছে।

কিন্তু প্রশ্নটি আসলে কি সেটাই এবার জেনে নেওয়া যাক। ছবিতে দুটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ছবিটির বাঁদিকে একটি চেয়ারের ছবি রয়েছে আর ডানদিকে ইংরেজি হরফে E লেখা আছে। আর এই দুটো মেলালেই একটি ফলের নাম আসবে। যেটি কিনা বেশ দামি একটি ফল। এমনকি এই ফলটির রং লাল। কি অনুমান করতে পারছেন কোন ফল? উত্তরটি কিন্তু আপনাকেই দিতে হবে। আর সময়ও থাকবে মাত্র ১৫ সেকেন্ড।

চলুন আপনার সময় এখন থেকে শুরু হচ্ছে।

তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।

৫…৪…৩…২…১ যাহ! আপনার সময় শেষ। যদি এরমধ্যে আপনি উত্তরটি খুঁজে পেয়ে থাকেন তাহলে তো বলবো আপনি জিনিয়াস। আর যদি না পারেন তাহলে চিন্তার কিছু নেই। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাকে জানাবো সঠিক উত্তরটি। ছবিতে প্রথম সংকেত হল চেয়ার আর দ্বিতীয় সংকেত হল E। আর এই দুটি ছবি মিলিয়ে যে ফলটির নাম আসে সেটি হল চেরি (Cherry)। তাহলে কি পেলেন তো উত্তর? যদি চান নিজেরাও মিলিয়ে নিতে পারেন।



যদি আপনাদের এই ধরণের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আমাদের জানাতে একদম ভুলবেন না। আর এমন আরও প্রতিবেদন পেতে আজই আমাদের পেজটিকে ফলো করে দিন।