চোখের পরীক্ষা: ছবির মধ্যে এতগুলো ‘SOLE’ লেখার মাঝে একটা আছে ‘SALE’ লেখা, খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: ধাঁধা খেলার সাথে বর্তমানে সব মানুষই যুক্ত আছেন। ছোট বেলার সেই খেলা বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে ব্যাপক ভাইরাল (Viral)। এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ধাঁধা খেলাগুলি এখন সবাই খেলছেন। অবসর সময় পেলেই লেগে পড়ছে এই কাজে। আজকে ছোটবেলার সেই খেলাই আপনার জন্য আবার হাজির হয়েছি। যেখানে ইংরেজি শব্দের থেকে খুঁজে অন্য একটি শব্দ বের করতে হবে।
আজকের প্রশ্নটি দেখে নিন। যদি নজর দেন তাহলে দেখতে পাবেন ফটো জুড়ে শুধু লেখা আছে ‘SOLE’। আর এই ফটোর মধ্যেই অন্য একটি শব্দ অর্থাৎ ‘SALE’ লেখা আছে। যদিও সেই শব্দটি ভুল করে মাত্র একটি বার ফটোতে ঢুকে পড়েছে। কিন্তু সেই ভুল আপনাকে খুঁজে বের করতে হবে। কি আছে তো তীক্ষ্ণ দৃষ্টি শক্তি যার মাধ্যমে আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন।
জানিয়ে রাখি, আপনাদের সঠিক উত্তর খুঁজে বের করার জন্য মাত্র ১৮ সেকেন্ড সময় দেওয়া হবে। তাহলে আপনারা তৈরী তো এখন থেকে কিন্তু নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরছে তাই আপনারাও নিজেদের মস্তিষ্কের উপর জোড় দিন ও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। কি উত্তর খুঁজে পেয়ে গেছেন? না পেলেও চিন্তা নেই। আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিন।
ভালো করে ফটোটি দেখুন। ফটোতে মোট ১২টি স্তম্ভ ও ১৫টি সারি আছে। তার মধ্যে ১২ নম্বর স্তম্ভের তৃতীয় সারিটি দেখুন। সেখানে ‘SOLE’ শব্দের বদলে ‘SALE’ শব্দটি লেখা আছে। কি আপনার উত্তর তাহলে সঠিক হয়েছে তো। বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট মার্ক করে দেখিয়ে দেওয়া হলো। যে সকল মানুষের উত্তর সঠিক হয়েছে তাদের ‘জিনিয়াস’ বলতেই হবে।