বুদ্ধির খেলা: ছবিতে থাকা এই জনের মধ্যে কে অফিসের বস? ১০ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

IQ Test: বর্তমান সময়ে অপটিক্যাল ইলিউশন বা বুদ্ধি পরীক্ষার খেলায় মেতে উঠেছে নেটবাসী। ফটো দেখে নিজের বুদ্ধি খাটিয়ে কার্যত উত্তর দিতে হবে আপনাকে। কি পারবেন তো? আজকের প্রশ্ন কিন্তু খুবই মজাদার ও অন্যরকম।
ফটোতে একটা ঘরে তিন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। দেখে বোঝা সম্ভব হচ্ছে তারা আদতে একটি অফিসের মধ্যে আছে। কিন্তু আপনাকে বলতে হবে এই অফিসের বস কে? হ্যাঁ এক ব্যক্তি বসের চেয়ারের সামনে দাঁড়িয়ে আছেন। এক ব্যক্তি বসে আছেন পাশের চেয়ারে। তৃতীয় ব্যক্তি ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছেন। কিন্তু এর মধ্যে অফিসের বস কে বুঝতে পারছেন?
আপনার IQ কতটা প্রকট তা জানবার জন্য ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। এখনও পর্যন্ত সময় দিলেও যদিও ৫% মানুষ সঠিক আন্দাজ করতে পেরেছেন। কি আপনি পারবেন তো অফিসের বস খুঁজে বের করতে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হলো।
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
সময় শেষ। উত্তর পেয়েছেন খুঁজে তাহলে এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে যে তৃতীয় ব্যক্তি আছে আদতে তিনি অফিসের বস। কারণ বসের চেয়ারে যে ব্লেজারটি রাখা আছে সেটি ওনার খোলা। সহজ অথচ বুদ্ধির এই খেলায় কার্যত হিমশিম খাচ্ছেন সকলে। আপনার সঠিক উত্তরের জন্য আমাদের পক্ষ থেকে রইলো শুভ কামনা রইলো।