এই ৪ জনের মধ্যে কে কুকুরটির বাড়ি তৈরি করতে সাহায্য করেনি? ৯ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

IQ Test: কাজের শেষে কিংবা ছুটির দিনে অবসরের সময় কাটান কিভাবে? নিশ্চয়ই স্মার্ট ফোনে শুধুমাত্র নিউজ ফিড স্ক্রল কিংবা সিনেমা বা ওয়েব সিরিজ দেখে কাটানোর প্ল্যান থাকে। এসব বাদ দিয়ে অপটিক্যাল ইলিউশনের খেলা কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। তাই তো কয়েক মিনিট পেলেই হুড়মুড়িয়ে কার্যত সেই খেলায় নিজেকে হারিয়ে দেন সকলে। আজ একটি দুর্দান্ত খেলা খেলবেন নাকি যেখানে চোখের সামনেই লুকিয়ে থাকা ছোট উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে।
এই ফটোর মধ্যে থাকা এমন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে সামনের ডগ হাউস তৈরিতে কোন সাহায্য করেননি। ফটোতে দেখা যাচ্ছে চারজন একই জায়গায় দাঁড়িয়ে আছে। যেখানে একজনের হাতে রঙের কৌটা, ওপর জনের হাতে কাঠ কাটার মেশিন, তৃতীয় জনের হাতে হাতুড়ি ও চতুর্থ জনের হাতে আছে ইট। আর সামনেই তৈরী করা হয়েছে একটি নতুন ডগ হাউজ। যেখানে সারমেয়টিকে বসে থাকতে দেখা যাচ্ছে।
৯ সেকেন্ড সময় পাবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। শুধুমাত্র জিনিয়াস মানুষই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন যে চারজন ব্যক্তির মধ্যে কে সাহায্য করেনি এই ডগ হাউজ তৈরী করতে। আপনার নির্দিষ্ট সময় শুরু হয়ে যাচ্ছে এখন থেকে। চেষ্টা করে যান কারণ ঘড়ির কাঁটা ঘুরে চলেছে দ্রুত। কি উত্তর দিতে পারবেন না আপনি? এখনও পর্যন্ত ২% মানুষ উত্তর দিতে পেরেছেন এই প্রশ্নের।
চলুন আমরাই দেখিয়ে দিচ্ছি এর সঠিক উত্তর কি হবে। ফটোর ডানদিকে যে ব্যক্তি হাতে ইট নিয়ে দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তি এই ডগ হাউজ তৈরী করতে কোনো সাহায্য করেননি। কারণ এই ঘরটি কাঠ দিয়ে তৈরী হয়েছে তাই ইটের কোনো কাজ নেই। ফটোর মধ্যে দিয়ে আপনাদের সঠিক উত্তরটি বুঝিয়ে দেওয়া হলো। আশা করি অবসর সময়ের এই ধরণের ধাঁধা আপনাদের অবশ্যই ভালো লাগবে।