Offbeat

Optical Illusion: এতগুলো ‘HARN’ এর মাঝে লুকিয়ে আছে একটি ‘HORN’ শব্দ, খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: আজকের প্রতিবেদনে উপস্থিত ফটোটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ‘Perfect’ দেখতে মনে হলেও আদতে পারফেক্ট নয় এই ফটোটি। যেমন ঠিক মানুষকে পরিপূর্ন মনে হলেও তেমনটা হয় না। সহজ এই দৃষ্টিশক্তির খেলাই আপনাদের সফলতার পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। তাইতো আবারো একটি চমৎকার ধাঁধা নিয়ে হাজির হয়েছি।

প্রশ্নে দেখুন আপনাকে ‘HORN‘ শব্দটি খুঁজে বের করতে হবে। তবে ছবি জুড়ে শুধুই ঘোরাফেরা করছে ‘HARN‘। আছে আপনার কাছে সেই দৃষ্টি? যার ফলে ১৫ সেকেন্ডের মধ্যে সঠিক শব্দটি খুঁজে বের করতে পারবেন? নিজের উপর বিশ্বাস রাখলে অবশ্যই আপনি আজকের এই চ্যালেঞ্জ নিতে পারেন। তার সাথেই জানিয়ে রাখি আজকের কিন্তু বিশেষ ধাঁধা যা আপনাকে প্রমাণ করতে সাহায্য করবে আপনার মধ্যে বুদ্ধির পরিমান আছে কতটা।

পুঁথিগত জ্ঞান নয় বরং আপনার দৃষ্টি শক্তির মাপার এই খেলায় দুর্দান্ত একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যদি আপনার নিজের উপর আস্থা থাকে তাহলে অতি অবশ্যই আজকের খেলায় অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ ধরণের এই ধাঁধার (Optical Illusion) উত্তর বের করার জন্য এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। এখনও পর্যন্ত ৯৫% মানুষ সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।

তাড়াতাড়ি উত্তর দিন।

সময় ছুটে চলেছে।

এবার কিন্তু প্রায় শেষের পথে শেষ ৫ সেকেন্ড।

৫…৪…৩…২…১…

আপনার সময় শেষ হলো। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ১০টি স্তম্ভ ও ১৫ টি সারি আছে। সেখানেই ৯ নম্বর স্তম্ভের, ৪ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘HARN‘ শব্দের বদলে ‘HORN‘ শব্দ দেখা যাচ্ছে। ফটোতে বোঝার সুবিধার জন্য বিশেষ চিহ্ন করে দেওয়া হলো।