Offbeat

বুদ্ধির পরীক্ষা: ছবিতে দেওয়া ফলগুলোর মোট মান কত হবে? ১২ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Photo Puzzle: এই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে আমরা অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জ দেখতে পাই। বিশেষ করে ফেসবুক (Facebook) ও টুইটারে (Twitter) আমরা এসব ধরণের ধাঁধা দেখে থাকি। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়। পিকচার পাজেলের এই চ্যালেঞ্জে আজ আমরা আপনাদের জন্য যে ছবিটি নিয়ে এসেছি তাতে বিভিন্ন রকমের ফল রয়েছে।

আর তারমধ্যে থেকে প্রতিটি ফলের কত কি দাম অর্থাৎ কোন দুটি নাম্বার এই পাজেলে (Puzzel) মিসিং আছে সেটাই আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি এই ধাঁধার সমাধান খুঁজে পান তাহলে আপনি একজন জিনিয়াস বলা চলে। তবে, এক্ষেত্রে কারও সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আপনি যদি এটি নিজেই সমাধান করেন তবে আপনি আপনার পর্যবেক্ষণ দক্ষতার ক্ষমতাকে উন্নত করতে পারবেন।

বুদ্ধির পরীক্ষা: ছবিতে দেওয়া ফলগুলোর মোট মান কত হবে? ১২ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

এমনকি এটি আপনার অঙ্কের মাথা শার্প করবে। বাচ্চা থেকে বুড়ো মজার গেম খেলতে অনেকেই আছে খুব ভালোবাসে। নেশার বসে পরে হোক বা অবসর সময় কাটাতে সকলেই কিছু না কিছুর উপর নির্ভরশীল। আর সেই হিসেবেই মানুষ বেছে নেয় মজার কিছু পাজেল (Puzzel)। তবে, আজকের এই পাজেলটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য খুবই উপযুক্ত।

বুদ্ধির পরীক্ষা: ছবিতে দেওয়া ফলগুলোর মোট মান কত হবে? ১২ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

আর আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। তাহলে চলুন দেখা যাক আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। উত্তর হবে ২১। একবার ভালো করে মিলিয়ে নিন তাহলেই পরিস্কার হয়ে যাবে ব্যাপারটা।