OffbeatBrain Teasers

বুদ্ধির খেলা: সাংকেতিক চিহ্ন দেখে বলতে হবে একটি গানের নাম, বলতে পারলেই আপনি চ্যাম্পিয়ন!

ছবির মধ্যে থাকা ইমোজি দেখে বুঝতে হবে গানের নাম কি হবে? এমন গেম কি আগে খেলেছেন কখনও? বর্তমান সময়ে দাঁড়িয়ে বাচ্চারা সবকিছুতে অনেক বেশি এক্টিভ। এমনকি বাবা-মায়েরাও ছোট থেকেই সেইমতোন তার সন্তানকে মানুষ করার চেষ্টা করেন। আর সেই কারণে পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন বুদ্ধির খেলায় সামিল করা হয়। যাতে তারা নিজেদের বুদ্ধিকে আরও বেশি উন্নত করতে পারে।

ধরুন যদি এই বুদ্ধির পাশাপাশি আপনার বাচ্চার দৃষ্টি শক্তিও প্রকট হয় তাহলে কেমন হয়? খুবই ভালো হবে নিশ্চই। আর তাইতো আজ আপনাদের সামনে বাচ্চাদের বুদ্ধি ও দৃষ্টি শক্তি কতখানি প্রখর তা যাচাই করার একটি কৌশল নিয়ে হাজির করেছি। কেউ এটিকে অপটিক্যাল ইলিউশন বলে। আবার কেউ ব্রেইন টিজার বলে। আবার কেউ গোটা বিষয়টিকেই মজার ছলে দেখেছেন।

আপনারা যদি বাচ্চাদের এই ব্যাপারে উৎসাহ জোগাতে পারেন তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেখবেন কিভাবে বাচ্চারাই বিষয়টি সহজ করে নিচ্ছে। কিন্তু প্রশ্নটি আসলে কি সেটাই এবার জেনে নেওয়া যাক। এই ছবির মধ্যে তিনটি ইমোজি ব্যবহার করা হয়েছে। ছবিটির বাঁদিকে একটি লুডোর ছক্কার ইমোজি আছে। আর তারপর একটি 4 লেখা ইমোজি রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে একটি আঙুলের ছবি।

আর এই তিনটি ইমোজি মেলালেই একটি গানের লাইন আসবে। আর সেটাই আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে বলতে হবে।

চলুন আপনার সময় এখন থেকে শুরু হচ্ছে।

তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।

৫…৪…৩…২…১ যাহ! আপনার সময় শেষ। যদি এরমধ্যে আপনি উত্তরটি খুঁজে পেয়ে থাকেন তাহলে তো বলবো আপনি জিনিয়াস। আর যদি না পারেন তাহলে চিন্তার কিছু নেই। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাকে জানাবো সঠিক উত্তরটি। ছবিতে যে তিনটি ইমোজি আছে সেটা মেলালে যে গানের লাইনটি আসবে সেটি একটি ইংলিশ গান। আর সেই গানের লাইনটি হল ‛Die For You By The Weekend‘।

তাহলে কি পেলেন তো উত্তর? যদি চান নিজেরাও মিলিয়ে নিতে পারেন।

যদি আপনাদের এই ধরণের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আমাদের জানাতে একদম ভুলবেন না। আর এমন আরও প্রতিবেদন পেতে আজই আমাদের পেজটিকে ফলো করে দিন।