চোখের পরীক্ষা: লোকটির লুকিয়ে থাকা স্ত্রীকে দেখতে পাচ্ছেন? ১২ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: প্রতিটি মানুষের মধ্যে থাকে IQ। তবে মানুষ বিশেষে সেগুলি কম কিংবা বেশি হয়। যার ফলেই জীবনের শুরু থেকে যে কোনো মানুষকে তাঁর IQ এর সাহায্যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। রেজাল্ট ভালো হলে IQ খুবই উন্নত এমনটা ধারণা করে নি আমরা। কিন্তু সত্যি কি তাই নাকি পুঁথিগত বিদ্যার বাইরেই এই IQ জিনিষটি তৈরী হয়। তাই এই খেলা খেলতে গেলে কোনো রকমের পূর্ববর্তী রেজাল্ট দরকার হয় না। আজকের ফটো থেকেও নিজের বুদ্ধি খাটিয়ে কার্যত উত্তর দিতে হবে আপনাকে। কি পারবেন তো? সেই কারণেই আজকে মজাদার একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি।
ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন এক ব্যক্তিকে। সেই ব্যক্তি হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে সেই ব্যক্তি বাইরের দেশের। দূরে সেই ছোট্ট একটি বাড়ি দেখা যাচ্ছে। বেশ সবুজ প্রকৃতির মধ্যে এই ফটো থেকে আপনাকে খুঁজে বের করতে হবে তাঁর লুকিয়ে থাকা স্ত্রীকে। কি পারবেন তো? নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পারছেন উত্তর কি হতে পারে। আদতে সেই বয়স্ক মানুষটির স্ত্রী লুকিয়ে আছে। তাই আপনাকে তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার কাজ করতে হবে।
আপনার IQ কতটা প্রকট তা জানবার জন্য ১২ সেকেন্ড সময় দেওয়া হবে। এখনও পর্যন্ত সময় দিলেও যদিও ১% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। কি আপনি পারবেন তো সেই মহিলাকে খুঁজে বের করতে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হলো।
১২
১১
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
সময় কিন্তু আপনার শেষ। উত্তর পেয়েছেন খুঁজে। এবার আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ছবিতে বয়স্ক ব্যক্তিটি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তাঁর পিছনের ঝোপটা লক্ষ্য করুন। সেখানেই দেখতে পাবেন সেই মহিলা লুকিয়ে আছে। খুব সহজ তবে শুধুই চোখের খেলা ছিল। আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে আপনি একজন ‘জিনিয়াস’।