OffbeatOptical Illusions

চোখের পরীক্ষা : এতগুলো একইরকম গাড়ির মধ্যে একটি আলাদা, 12 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: গাড়ির ভিড়েই লুকিয়ে আছে ব্যতিক্রমী গাড়ি, 12 সেকেন্ডে খুঁজে নিলেই জিনিয়াস

Optical Illusion: সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিডিয়া। নিত্যদিন ভাইরাল হচ্ছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি। এ ধরনের ছবিগুলি থেকে খুঁজে বের করতে হয় নানান রকম অবয়ব, অক্ষর, সংখ্যা ইত্যাদি। নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করার জন্য অনেকেই ভরসা রাখেন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ধাঁধা সমাধানের খেলায়।

Today’s Optical Illusion:

Humppy.com নিত্যদিন আপনাদের জন্য নানান ধরনের অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়। আজও চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি গোলাপি রঙের গাড়ি। তবে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু ব্যতিক্রমী একটি গাড়ি সহজেই দেখতে পাবেন। উত্তর খুঁজে নেওয়ার জন্য সময় দেওয়া হল 12 সেকেন্ড। চটপট এই চ্যালেঞ্জ একসেপ্ট করে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নিন।

সময় শুরু হলো এখন

10

9

8

7

6

5

4

3

2

1

গোলাপী গাড়ির ভিড়ে খুঁজে পেলেন ব্যতিক্রমী গাড়ি? পাননি বুঝি? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ছবির মধ্যে ব্যতিক্রমী যে গাড়ি লুকিয়ে আছে সেটিও কিন্তু গোলাপি রঙের তবে অন্য জায়গায় রয়েছে পার্থক্য।

আরও পড়ুনঃ মাত্র 4.8 সেকেন্ডে ওঠে 0 থেকে 100 স্পিড, আমির খানের এই লাক্সারি গাড়ির দাম শুনে ঘুম উড়বে আপনার

দ্বিতীয়বার সময় শুরু হলো এখন

10

9

8

7

6

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। বাম দিক থেকে ডান দিক থেকে 3 নম্বর স্তম্ভের শেষের আগের গাড়িটি কিন্তু একটু আলাদা। অন্যান্য গাড়ির কাচে সাদা রঙের দাগ থাকলেও এই গাড়িতে সেটি নেই।

যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। এমন নানান মজার মজার খেলা পেতে চোখ রাখুন আমাদের পেজে।