চোখের পরীক্ষা: এতগুলো ‘962′ সংখ্যার মধ্যে রয়েছে একটি ‘992′ লেখা, ২৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: আপনার দৃষ্টি শক্তির পরীক্ষা করিয়েছেন? কতটা তীক্ষ্ণ বা দুর্বল সেই সম্পর্কে কোনো ধারণা আছে। সোশ্যাল মিডিয়া (Social Media) এখন হয়ে উঠেছে আপনার দৃষ্টি শক্তি পরীক্ষা করার প্রাণ কেন্দ্র। যে কোনো ধাঁধা থেকে উত্তর দিন আর জিনিয়াস হয়ে উঠুন প্রতি মুহূর্তে। নম্বর সিরিজের মজার প্রশ্ন উত্তর আমাদের সামনে এখন এসে যায়। যে কারণে নিমেষের মধ্যে সেই ছবি দেখে উত্তর দিতে পছন্দ করেন সাধারণ মানুষ। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।
সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বারংবার লেখা আছে 962। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা কিন্তু লেখা হয়ে গেছে। তবে তা আপনাকে খুঁজে বের করতে হবে। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে নিশ্চয়ই জানতে চাইছেন। ফটোর থেকে 992 সংখ্যাটি খুঁজে বের করতে হবে।
তবে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকবে আপনার কাছে এই বিশেষ সংখ্যার মধ্যে থেকে অন্য সংখ্যাটি বের করার জন্য। ২৫ সেকেন্ড সময় দেওয়া হবে আপনাকে। বুদ্ধির এই খেলায় মাত্র ১০% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছে। উত্তর খুঁজে না পেলে চিন্তা করবেন না। আপনাদের জন্য প্রতিবেদনের শেষে থাকবে উত্তর। ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে।
কি উত্তর খুঁজে পেয়েছেন? আপনার সময় সম্পূর্ণ শেষ হয়ে গেল। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ভালো করে আগে ফটোটি দেখুন। সাত নম্বর সারির, পাঁচ নম্বর স্তম্ভটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে 962 সংখ্যাটি লেখা নেই। বরং সেখানে লেখা আছে 992। এই একটি ভুল ফটোতে আপনাকে খুঁজতে বলা হয়েছিল। অনেকেই কিন্তু পেরেছেন এই প্রশ্নের উত্তর দিতে। তাদের সবাইকে জিনিয়াস বলতেই হবে। আপনার বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হলো।