চোখের পরীক্ষা : এতগুলো ‘989′ এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘959′, ৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজারের (Brain Teaser) মতো খেলাগুলির। আসলে অবসর সময়ে কাটানোর মাধ্যম হিসেবে অনেকেই বেছে নিয়েছেন এই ধরনের ধাঁধা সমাধান করার কাজ। এগুলি সমাধান করলে একদিকে যেমন সহজেই সময় পেরিয়ে যায় ঠিক তেমনই খুলে যায় মস্তিষ্কের জটিল জট। আর তাই সাধারণ মানুষের চাহিদা মতোই সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হচ্ছে দৃষ্টিভ্রমকারী নানান ছবি।
humppy.com প্রত্যেকদিন নিয়ম করে আপনাদের জন্য নিয়ে হাজির হয় নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজারের (Brain Teaser) মতো খেলা। আজকেও কিন্তু তার অন্যথা হবে না। তবে আজকের প্রতিবেদনে যে খেলাটি তুলে ধরা হয়েছে সেটি অন্যান্য দিনের চাইতে বেশ কঠিন। এটি সমাধান করতে গিয়ে রীতিমতো চুল ছিঁড়তে হচ্ছে জিনিয়াসদের। আপনি একবার চেষ্টা করে দেখুন তো সমাধান করতে পারেন কিনা। সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড।
Today’s Optical Illusion
প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সারিবদ্ধ ভাবে লেখা রয়েছে 989 নম্বরটি। তবে এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি ব্যতিক্রমী নম্বর। আর সেটাই খুঁজে বের করতে হবে আপনাকে।
সময় শুরু হল এখন
5
4
3
2
1
খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হল। আপনার সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে ব্যতিক্রমী সংখ্যাটি কেবলমাত্র 1 বার ব্যবহৃত হয়েছে।
সময় শুরু হল এখন
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
খুব ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। চোখ রাখুন একেবারে ডানদিকে। দেখুন ডান দিক থেকে বামদিকের 2 নম্বর স্তম্ভের শেষের দিকে 989 এর বদলে লেখা হয়েছে 959।