Offbeat

চোখের পরীক্ষা: ছবিতে ‘35′ এর ভিড়ে লুকিয়ে আছে ‘85′, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন সরাসরি আপনার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। আপনার মস্তিষ্কের যে বুদ্ধি তাকে স্বাগত জানায় চোখের ও মনের খেলা একসাথে খেলার জন্য। আজও আপনার জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আমরা। আপনি যদি অপটিক্যাল ইলিউশন খেলার মাস্টার হন তবে এই ছবিতে লুকানো নম্বর খুঁজে বের করতে পারবেন। 85 এই বিশেষ নম্বরটি খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? তাহলে এই দুর্দান্ত খেলার কিছু কথা আপনাকে আমরা জানাবো। তবে এটা জেনে রাখুন আমাদের প্রতিবেদন সেই সুযোগ দিচ্ছে নিজেকে জিনিয়াস প্রমাণ করার।

এই ধরণের খেলা মন-বিভ্রান্তির তৈরী করে। তবে এই খেলা খেললে আপনি নিজেকে সহজেই মেপে নিতে পারবেন। অন্যদের সাথেও তুলনা করতে পারেন। ভালো করে ছবিটি দেখলেই উত্তর দিতে পারবেন।

ভাইরাল ছবিতে প্রচুর সংখ্যা লেখা রয়েছে। সেই সংখ্যা গুলি থেকে আপনাকে 85 এই বিশেষ নম্বরটি খুঁজে বের করতে হবে। ১৫ সেকেন্ড সময় পাবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। বুদ্ধির এই খেলায় মাত্র হাতে গোনা কিছু মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে আপনার। কি উত্তর খুঁজে পেয়েছেন?

সময় কার্যত শেষ।

উত্তর এবার দিতে হবে আপনাকে।

সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। তবে যারা 85 সংখ্যাটি খুঁজে পেয়েছেন তাঁদের অভিনন্দন জানাবো। কারণ ফটোতে কার্যত 35 বন্যা রয়েছে। মোট ১৮টি স্তম্ভ ও ১৪টি সারি বর্তমান। তার মধ্যেই ১৭ নম্বর স্তম্ভের, ২ নম্বর সারির সংখ্যাটি লক্ষ্য করুন। বাকি সব সংখ্যা 35 থাকলেও সেই সংখ্যাটি আছে 85। তাহলে আপনার উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। আপনার বোঝার সুবিধার চিহ্ন করেও দেখানো হলো। অন্য যে প্রশ্ন গুলি এবার আপনাদের সামনে আসবে ঠিক একইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।