চোখের ধাঁধা: আপনার দৃষ্টিশক্তি ৫০/৫০ হলে ‘661′ এর ভিড়ে ‘691′ খুঁজে দেখান, রইলো ১৫ সেকেন্ড সময়

Optical Illusion: সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যেই এমন বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে যা সহজেই আমাদের দৃষ্টিভ্রম করতে পারে। এই ধরনের ছবি গুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এমন অনেকেই আছেন যারা এই ধরনের ধাঁধা সমাধান করতে ভীষণ ভালোবাসেন।
humppy.com মাঝেমধ্যেই আপনাদের জন্য এমন অনেক মজার মজার খেলা নিয়ে হাজির হয়। আসলে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কেবলমাত্র একটি খেলা নয়, এগুলি আমাদের মস্তিষ্কে জমে থাকা নানান জট খুলতে সাহায্য করে। বাড়িয়ে তোলে চোখের দৃষ্টি শক্তি।
Today’s Optical Illusion
আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সারি সারি ভাবে লেখা রয়েছে 661 নম্বরটি। তবে এর ভিড়েই লুকিয়ে আছে 691 নম্বর। সেই সংখ্যাটি খুঁজে নিতে পারলেই আপনি জিনিয়াস। তবে এর জন্য সময় দেওয়া হবে মাত্র 15 সেকেন্ড।
সময় শুরু হল এখন
আর ১০ সেকেন্ডে বাকি
10
9
8
7
6
5
4
3
2
1
উত্তর খুঁজে পাওয়া গেছে? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিটির মধ্যে কেবলমাত্র একবার ব্যবহার করা হয়েছে 691 নম্বরটি। আবার খোঁজা শুরু করুন।
সময় শুরু হল এখন
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
প্রথমেই জানিয়েছিলাম আজকের ছবিটিতে কেবলমাত্র একবারের জন্য ব্যবহার করা হয়েছে 691 নম্বরটি। ছবিটির দিকে খুব ভালো করে তাকান, দেখুন বামদিক থেকে ডানদিকের 4 নম্বর স্তম্ভের একেবারে মাঝামাঝি সংখ্যাটি আলাদা। 661 র পরিবর্তে এখানে লেখা হয়েছে 691।
যারা উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন। তবে যারা বহু চেষ্টার পরেও উত্তর খুঁজে পাননি যারা, তারা আবার মুখ ভার করে বসে থাকবেন না। আগামীতে এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।