OffbeatOptical Illusions

চোখের ধাঁধা: এতগুলো সংখ্যার ভিড়ে লুকিয়ে আছে একটি ‘6′, কেবল তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ব্যক্তিরাই খুঁজে পাবেন

Optical Illusion: সাধারণ মানুষকে বিনোদন জোগাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। অনেকেই আছেন যারা অবসর সময় কাটানোর জন্য বেছে নিচ্ছেন রিল ভিডিও। আবার এমনও অনেকে আছেন যারা অবসর সময়টুকু কাটাতে পছন্দ করেন ক্রিয়েটিভিটির মাধ্যমে। আর সে কারণেই তাদের প্রথম পছন্দ অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মতো খেলাগুলি। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এ ধরনের ধাঁধার ছবি। সম্প্রতিও ঘটেছে তেমনই এক ঘটনা। ভাইরাল সেই ধাঁধার সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Optical Illusion

Humppy.com নিত্যদিনের রেশ বজায় রেখে আজও আপনাদের জন্য নিয়ে এসেছে অসাধারন একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলা। এই ধাঁধা সমাধান করার জন্য থাকতে হবে ক্ষুরধার দৃষ্টি। প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একগুচ্ছ সংখ্যা। আর এই সংখ্যার ভিড় থেকেই আপনাদের খুঁজে নিতে হবে 6। 8 সেকেন্ডের মধ্যে এই সংখ্যা খুঁজে নিতে পারলেই।

সময় শুরু হল এখন

8

7

6

5

4

3

2

1

উত্তরটা কী খুঁজে পাওয়া সম্ভব হল? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করুন।

দ্বিতীয়বার সময় শুরু হল এখন

8

7

6

5

4

3

2

1

সময় শেষ, এবার দেখে নেওয়ার পালা।

একটু বুদ্ধি দিয়ে এই ধাঁধার সমাধান করলে কিন্তু সহজে পাওয়া যেত উত্তরটা। ছবিতে যতগুলি সংখ্যা ব্যবহার করা হয়েছে তার মধ্যে কোথাও নেই 6। বরং ছবিতে দেওয়া হেডলাইনটির মধ্যে এই সংখ্যা লুকিয়ে রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে নিচের ছবিতে লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হল।

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে মজার মজার খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।