বুদ্ধির খেলা: এই ফুটবল খেলার মাঠের ছবিতে রয়েছে একটি বড়সড় ‘ভুল’, ৫ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

Find The Mistake: সোশ্যাল মিডিয়া খুললেই এখন যে ভাইরাল হয় তা হলো ধাঁধা। বিভিন্ন রকমের ধাঁধা আমরা এখন দেখতে পাই। অবসর সময় মানেই এই খেলার মাধ্যমেই যে সময় কাটাবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে আজকেও এমন একটি বিশেষ খেলা খেলবেন নাকি? ফুটবল মাঠের এই চিত্র থেকে আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। কি পারবেন তো?
ফটোতে একটা দুর্দান্ত জমজমাট ফুটবল মাঠের চিত্র ফুটে উঠেছে। যেখানে দুটি দলের মধ্যে টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ দেখা যাচ্ছে। কে করবে গোল সেটা নিয়ে এখন চিন্তা। তার ফাঁকেই রেফারি দেখিয়েছেন কার্ড। তবে এসব কিছুর মধ্যেই এই ফটোতে একটি ভুল আছে। সেই ভুলটি আপনাকে খুঁজে বের করতে হবে। তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি সময় লাগার কথা নয়।
তাও আপনার সুবিধার জন্য উত্তর খুঁজে বের করবেন তাই ৫ সেকেন্ড সময় দেওয়া হবে। তীক্ষ্ণ দৃষ্টি থাকলে আপনি অনায়েসেই এখনই উত্তর বের করে ফেলেছেন। আপনার IQ কতটা প্রকট তার সময় কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। এখনও পর্যন্ত সময় দিলেও যদিও ৫% মানুষ সঠিক আন্দাজ করতে পেরেছেন। কি আপনি পারবেন তো? তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হলো।
৫
৪
৩
২
১
সময় শেষ হলো আপনার। এবার নিচে আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে আপনার খুঁজে পাওয়া উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে রেফারিকে ভালো করে লক্ষ্য করুন। সেই রেফারি খেলার মধ্যে নীল রঙে কার্ড দেখাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি নীল রঙে কার্ড কিন্তু ফুটবল খেলায় ব্যবহার করা হয় না। শুধুমাত্র লাল ও হলুদ কার্ডের ব্যবহার আছে। তাই ফটোতে রেফারির মধ্যমে এই ভুলটি হয়েছে। তাহলে বুঝলেন বুদ্ধি থাকলেই এই ধরণের খেলায় জেতা খুব সম্ভব হবে। আপনার সঠিক উত্তরের জন্য অবশ্যই জিনিয়াস আখ্যা পাবেন আপনি।