Offbeat

চোখের ধাঁধা: এই হাসপাতালের রুমের ছবির মধ্যে আছে একটি বড়সড় ভুল, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Optical Illusion: আপনার নিশ্চয়ই মজাদার মস্তিস্ক প্রসূত করার খেলা গুলি ভালোলাগে। লাগবে না কেন বলুন এই খেলা গুলি কার্যত অনেকের সময় কাটানোর বিশেষ সঙ্গী। এই ধরনের ধাঁধাগুলোর উত্তরে পৌঁছানোর জন্য, আপনাকে চিন্তা করতে হবে এবং ধাঁধাটিকে একটু ভিন্নভাবে বিশ্লেষণ করতে হবে। তাই, আমরা আজ একটি মস্তিষ্কের দুর্দান্ত টিজার নিয়ে এসেছি যেখানে আপনাকে হাসপাতালের (Hospital) ঘরের ছবির ভিতরে লুকিয়ে থাকা ভুলটি খুঁজে বের করতে হবে।

কি ফটো দেখে কিছু আন্দাজ করতে পারছেন? এই ছবিতে, আপনাকে লুকিয়ে থাকা ভুলটি দেখতে হবে ও খুঁজে বের করতে হবে। যেখানে একজন মা তার নবজাতক শিশুকে হাসপাতালের একটি ঘরের ভিতরে একজন ডাক্তারের উপস্থিতিতে ধরে আছেন। ছবিতে, আপনি একটি হাসপাতালের একটি রুম দেখতে পাচ্ছেন। ঘরের ভিতরে দেওয়ালে একটি ঘড়ি রয়েছে যেখানে সময় হয়েছে ১০ টা বেজে ৭ মিনিট।

চোখের ধাঁধা: এই হাসপাতালের রুমের ছবির মধ্যে আছে একটি বড়সড় ভুল, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আপনার জন্য বরাদ্দ আছে মাত্র ৭ সেকেন্ড সময় তার মধ্যেই যাবতীয় উত্তর দিতে হবে। সময় কিন্তু এখন থেকে তাহলে চালু হচ্ছে…







আপনার সময় অতিক্রান্ত হয়ে গেল। এবার আমাদের উত্তরের সাথে আপনার দেওয়া উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ঘড়িটি ভালো করে লক্ষ্য করুন।

চোখের ধাঁধা: এই হাসপাতালের রুমের ছবির মধ্যে আছে একটি বড়সড় ভুল, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

এখানে ৭ ও ৯ সংখ্যার মধ্যে ৮ থাকা উচিত ছিল। কিন্তু সেখানে দেখুন লেখা আছে একটা ইংরেজি B অক্ষর। যা ফটোর মধ্যে প্রাপ্ত ভুল।  নির্দিষ্ট মার্ক করে দেওয়া হলো সহজেই উত্তর বুঝতে সুবিধার জন্য।