চোখের পরীক্ষা: বলুন তো ‘Hair’ এর ভিড়ে কোথায় আছে ‘Heir’ শব্দটি, ১২ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

Optical Illusion: ইংরেজি শেখার দরকার আছে প্রতিটি মানুষের। নিত্য দিনের সাথে চলতে গেলে এই শেখা ভাষা অবশ্যই দরকার হয়। স্মার্ট ফোন চালানোর থেকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ সবকিছুই ইংরেজি ভাষা সেখার জন্য জোর দেয়। আজকের কিন্তু বিশেষ ধাঁধা কিছুটা আপনার ইংরেজি জ্ঞানের উপর নির্ভর করে। আপনাকে যদি বলি ইংরেজির কিছু অক্ষরের মধ্যে সামান্য ভুল হয়েছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। বিশেষ ধরণের ধাঁধা (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়েছি।
ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অনেকবার ‘Hair‘ লেখা আছে। ফটো জুড়ে এতবার ‘Hair’ লেখা থাকলেও এর মধ্যে লুকিয়ে আছে অন্য একটি শব্দ। সেই অড বা অন্য শব্দটি খুঁজে বের করতে হবে। জানেন অন্য শব্দটি কি? আপনাদের জানাবো সেই ভুল বা অন্য শব্দটি কি! কিন্তু তার আগে জেনে নিন আপনাদের সঠিক উত্তর খুঁজে বের করার জন্য মাত্র ১২ সেকেন্ড সময় থাকবে।
ফটোতে ভুল করে একবার ‘Heir‘ শব্দ ঢুকে পড়েছে। এবার শুধু আপনাকে সেই ভুল শব্দটি খুঁজে বের করতে হবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে। সময় প্রায় শেষ হতে চলেছে।
৫…৪…৩…২…১
আপনার সময় শেষ হয়ে গেল। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ১৪টি স্তম্ভ ও ১৫টি সারিতে আছে ‘Hair’ লেখা। সেখানেই ৯ নম্বর স্তম্ভের ৮ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘Hair শব্দের বদলে ‘Heir‘ হয়ে গেছে। ভুল করে কার্যত এই অন্য শব্দটি ঢুকে পড়েছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। যাদের উত্তর ঠিক হয়েছে তারা এক একজন সত্যি জিনিয়াস।