Offbeat

চোখের পরীক্ষা: এতগুলো ‘4785′ সংখ্যার মধ্যে লুকিয়ে আছে একটি ‘4782′, কেবল তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিরাই খুঁজে পাবেন!

Optical Illusion: সোশ্যাল মিডিয়া (Social Media) এখন হয়ে উঠেছে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। যে কোনো বিষয় সম্পর্কে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন। ঠিক তেমনই নম্বর সিরিজের দুর্দান্ত মজার ধাঁধা নিয়ে হাজির হয়েছি আজ। যে কারণে আপনাকে কার্যত ঈগলের চোখের মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দিয়ে উত্তর খুঁজে বের করতে হবে। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার। রবিবারের আলসেমি দিনে এই খেলার মাধ্যমে কিছুটা সময় কাটানোই যেতে পারে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বহুবার লেখা আছে 4785। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। সেই সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্বই দেওয়া হয়েছে আপনাদের। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে নিশ্চয়ই জানতে চাইছেন? ফটোর থেকে 4782 সংখ্যাটি খুঁজে বের করতে হবে। তবে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকবে আপনার কাছে।

১২ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। বুদ্ধির এই খেলায় মাত্র ৫% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছে। ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে আপনার। কি উত্তর খুঁজে পেয়েছেন?

সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে মোট ১২টি স্তম্ভ ও ১৭টি সারি বর্তমান। তার মধ্যেই ১০ নম্বর স্তম্ভের, নয় নম্বর সারির সংখ্যাটি লক্ষ্য করুন। সেখানে 4785 সংখ্যার বদলে লেখা আছে 4782। তাহলে আপনার উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। আপনার বোঝার সুবিধার চিহ্ন করেও দেখানো হলো। আপনার খেলা হয়ে গেলে পরিবার কিংবা বন্ধুদের সাথে প্রশ্নটি ভাগ করে তাদের বুদ্ধির পরীক্ষা নিতে ভুলবেন না।