চোখের পরীক্ষা: এই ঘরের মধ্যে হারিয়ে গেছে একটি হাতুড়ি, ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: আজকাল সোশ্যাল মিডিয়া ভর্তি অপটিক্যাল ইলিউশনের (Optical illusion) ছবিতে। একেকটা অপটিক্যাল ইলিউশনের ছবিগুলিই এখন সাইবার বাসীদের অবসর সময়ে সঙ্গ দিচ্ছে। যে ছবিগুলি অন্যান্য ছবির থেকে একেবারেই আলাদা, যা দেখে মুহূর্তে ধাঁধায় পড়ে যেতে পারেন লেজেন্ডরাও! সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ছবি ভাইরাল হয়। তবে তার মধ্যে এই খেলাগুলি মানুষকে বেশি আনন্দ দিচ্ছে। এই অপটিক্যাল ইলিউশনের মধ্যে এমন কিছু ছবি রয়েছে যা দেখে হৃদয়ে আসবে প্রশান্তি, আবার কিছু ছবি এতটাই বিস্ময়কর যে, তা নিমেষেই দর্শকরা চমকে যেতে বাধ্য।
একই সময়ে, কিছু ছবি বিভ্রান্তির মধ্যেও ফেলে দিতে পারে। আজকে আমরা যে ছবিটি নিয়ে এসেছি, সেখানে লুকিয়ে রয়েছে একটি হাতুড়ি। ছবিটি নিখুঁতভাবে না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। নিন আপনাকে দেওয়া হল ৯ সেকেন্ড। এক্ষুনি হাতুড়িটি খুঁজে বের করতে হবে আপনাকে। জানি বিষয়টি খুবই কঠিন। কিন্তু উত্তরটি যদি আপনি খুঁজে পেতে পারেন, তাহলে আপনার দৃষ্টিশক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আসলে এই খেলাগুলি নিমেষে আপনাদের চোখ এবং মস্তিষ্কের পরীক্ষা নিতে সক্ষম।
কারণ এসব ছবিগুলি খুবই বিরল, যেখানে প্রশ্ন করা হলেও উত্তর সহজে খুঁজে পাওয়া যায় না। অথচ উত্তর আপনার নাগালের মধ্যেই রয়েছে। ৯ সেকেন্ড অতিক্রান্ত, কী খুঁজে পেলেন হাতুরিটি? যদি না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই আমরাই আপনাদের উত্তর জানিয়ে দিচ্ছি। আগে ছবিটি দেখুন নিখুঁত ভাবে, তাহলে দেখতে পারবেন ছবিতে রয়েছে দুটো বাচ্চাদের বিছানা, স্লিপ। আর বাচ্চাদের বিছানার কোণেই রাখা রয়েছে ছোট্ট হাতুরিটি। আসলে এতটাই এটি ক্ষুদ্র যে সহজে খুঁজে পাওয়া সম্ভব নয়। তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আমাদের প্রতিবেদনের নীচে ছবিটিতে উত্তর হাইলাইট করে দিয়ে দিলাম।
অপটিক্যাল ইলিউশনের মধ্যে কখনও ব্রেন টিজারের পরীক্ষামূলক খেলার ছবি ভাইরাল হচ্ছে, আবার কখনও শব্দ বা সংখ্যার সারি দিয়ে তার মধ্যে থেকে লুকোনো সংখ্যাটি খুঁজে বের করতে বলা হয়, আবার কখনও একইরকম দুটি ছবির পার্থক্য খুঁজতে বলা হয়ে থাকে। সুতরাং এই খেলাগুলো একটু খটমট হলেও বেশ মজার। এমনই একটি ছবি আজকাল মানুষের মধ্যে এইসব অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি মানুষকে নানাভাবে পরীক্ষা করে নেয়। কার কতটা দৃষ্টি তীক্ষ্ণ, ব্যক্তিত্ব কেমন, সবটাই পরীক্ষা নেওয়া হয়ে যায় এই ছবিগুলি থেকে। এছাড়া কার পর্যবেক্ষণ করার ক্ষমতা কেমন, কার ধৈর্য্য কতটা শক্তিশালী, কার অনুসন্ধান করার ক্ষমতা প্রবল ইত্যাদি জানা হয়ে যায়।