Offbeat

গাণিতিক ধাঁধাঃ 3+4=7, 5+3=15, 2+6=কত? জিনিয়াস হলে সমাধান করুন ৮ সেকেন্ডে

Math Puzzle: 3+4=7, 5+3=15, 2+6=? 8 সেকেন্ডে সমাধান করতে পারলেই জিনিয়াস

মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী গাণিতিক ধাঁধা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নানান ধরনের গাণিতিক ধাঁধার (Math Puzzle) ছবি দেখা যায়। আসলে আমাদের চারিপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা অঙ্ক ভীষণ ভালোবাসেন। কঠিন কঠিন অঙ্ক মুহূর্তের মধ্যেই সমাধান করে দেন তারা। যদি আপনিও সেই তালিকায় থেকে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। বুদ্ধি দিয়েই করতে হবে অঙ্কের সমাধান। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে।

Today’s Math Puzzle

Humppy.com আপনাদের অবসর সময় সহজেই কাটিয়ে দিতে নানান ধরনের ধাঁধা নিয়ে হাজির হয়। আজও কিন্তু চলে এসেছি আমরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের খেলাটি বেশ কঠিন। আসলে আজ ছবিতে লুকিয়ে থাকা কোনো সংখ্যা বা নম্বর খুঁজে বের করতে হবে না আপনাদের। বরং বুদ্ধি দিয়ে করতে হবে অঙ্কের সমাধান। 3+4=7, 5+3=15, 2+6=? এই অঙ্কটির সমাধান করতে পারলেই আপনি নিজেকে জিনিয়াস বলে দাবি করতে পারেন। অঙ্ক যাদের কাছে ভীষণ সহজ এবং মজার তারাই কেবলমাত্র এই ধাঁধাটি সমাধান করতে পারবেন। 8 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে হবে এটির।

আরও পড়ুনঃ 70 কিমি মাইলেজের সঙ্গে পাবেন খাসা পারফর্ম্যান্স, 7000 টাকা দিলেই Hero HF Deluxe গাড়িটি হবে আপনার

সময় শুরু হলো এখন

8

7

6

5

তাড়াতাড়ি করুন। সময় কিন্তু নিজের মতো বয়েই চলেছে।

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

সমস্যা

3+4=7, 5+3=15, 2+6=?

সমাধান,

3+4=7, 5+3=15, 2+6= 23

আপনাদের বোঝার সুবিধার জন্য করে দেওয়া হলো অঙ্কের সরলীকরণ

3+4=7, 7+5+3=15, 15+2+6=23

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে এমন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।