Offbeat

চোখের ধাঁধা: এই ছবিতে জিরাফের ভিড়ে লুকিয়ে আছে একটি সাপ, ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Optical Illusion: চিড়িয়াখানায় (Zoo) ঘুরতে গেছেন কখনও? সেই জায়গায় গিয়ে নিশ্চয়ই বিভিন্ন প্রাণী দেখেছেন। তবে সবথেকে আলাদা ধরণের প্রাণীটিকে লক্ষ্য করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, শরীরের থেকে লম্বা গলা সেই প্রাণীটির কথাই হচ্ছে তা হলো জিরাফ (Giraffe)। ঠিক তেমনই আজকের প্রতিবেদনের সাথে সম্পর্ক আছে জিরাফের। তাহলে আগে চটপট প্রশ্নটি দেখুন।

প্রথমেই ফটোতে অনেক গুলি জিরাফকে দেখতে পাচ্ছেন। তবে এই জিরাফ গুলি কিন্তু সব হলুদ রঙের। তবে এর মধ্যেই লুকিয়ে আছে একটি সাপ (Snake)। হ্যাঁ সেই সাপটিকে খুঁজে বের করাই আজ আপনার দায়িত্ব। কি পারবেন তো? চিন্তা নেই বেশ মজাদার এই প্রশ্নে মেতেছে সকলে। ফটোর এই দুর্দান্ত ধাঁধায় কার্যত সকলেই মেতেছেন।

চোখের ধাঁধা: এই ছবিতে জিরাফের ভিড়ে লুকিয়ে আছে একটি সাপ, ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আপনাকে ৯ সেকেন্ড সময় দেওয়া হবে। তার মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করুন। এখন থেকে তাহলে আপনার নির্দিষ্ট সময় শুরু হয়ে গেল। চটপট চেষ্টা করুন ও উত্তর দিন…








চোখের ধাঁধা: এই ছবিতে জিরাফের ভিড়ে লুকিয়ে আছে একটি সাপ, ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

সময় শেষ হয়ে গেল। এবার আমাদের দেওয়া উত্তরের সাথে আপনি মিলিয়ে দেখুন। ফটোর ডান দিকে দেখুন জিরাফের মতন শরীরের রং কিন্তু মুখটি কার্যত সাপের মতো। তাই দেখলেই বোঝা যাচ্ছে এই ফটোতে একটি সাপ  আছে। মার্ক করে বুঝিয়ে দেওয়া হলো। সঠিক উত্তর যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনাদের জিনিয়াস আখ্যা দিতেই হবে।