Offbeat

চোখের পরীক্ষা: টার্কি পাখিদের ভিড়ে লুকানো আছে একটি কুমড়ো, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement

Optical Illusion: টার্কি পাখি (Turkey) নাকি কুমড়ো (Pumpkin) কোনটা বলুন তো? হ্যাঁ আপনাকে একটা কুমড়ো খুঁজে বের করতে হবে। দুর্দান্ত চোখের ধাঁধা নিয়ে আজ হাজির হয়েছি। যেখানে টার্কি পাখিকুমড়ো কার্যত মিলেমিশে একাকার হয়ে গেছে। ছোট্ট একটা কুমড়োকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আর তাকেই খুঁজে বের করতে হবে আপনাকে।

কুমড়োখানা আকারে ছোট খাটো। টার্কিদের ভিড়ে কিছুটা আড়াল হলেও পুরো ঢাকা পড়েনি। তবে তাকে খুঁজে বের করতে সাধারণের থেকে একটু বেশি পর্যবেক্ষণ ক্ষমতা থাকা দরকার। প্রতিবারের মতো এবারও এই ধাঁধার উত্তর দিতে মেতেছেন বহু মানুষ। আসলে এই পাখি গুলি ও কুমড়োর কার্যত একই রং হয়ে গেছে। যে কারণে অনেকেই বেশ বোকা হয়ে গেছেন।

চোখের পরীক্ষা: টার্কি পাখিদের ভিড়ে লুকানো আছে একটি কুমড়ো, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
ছবি-সংগৃহীত

১০ সেকেন্ড সময় পাবেন আপনি। তার মধ্যে দিতে হবে সঠিক উত্তর। এই পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাস করলে আপনার চোখ ১০০-এ ১০০ পাবে। না হলে গোল্লা। তাহলে এখন থেকে শুরু হচ্ছে আপনার সময়। উত্তর দেওয়ার চেষ্টা করুন।

সময় গড়িয়ে চলেছে…



চোখের পরীক্ষা: টার্কি পাখিদের ভিড়ে লুকানো আছে একটি কুমড়ো, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
ছবি- সংগৃহীত

ব্যাস, আপনার সময় শেষ। কি পেয়েছেন উত্তর খুঁজে। নাহলে আপনাদের জন্য সমাধান দেওয়া রইলো। ফটোতে একটু ডানদিকে দেখুন। যেখানে পাখির ডানার মাঝে একটি কুমড়ো দেখা যাচ্ছে। নির্দিষ্ট চিহ্ন করেও দেওয়া হলো আপনাকে। কেমন লাগলো আপনাদের এই প্রশ্ন আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।