চোখের পরীক্ষা: এতগুলো একই রকম শেয়ালের মধ্যে একটি আলাদা, ৮ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

Optical Illusion: অপটিক্যাল ইলিউশনের খেলা সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। যে কোনো জায়গায় যে কোনো সময়ে এই খেলা আপনি খেলতে পারবেন। স্মার্ট ফোন (Smart Phone) ও ইন্টারনেট ব্যবহার করে প্রতিটি মানুষ সেই খেলা নিজের মতো উপভোগ করতে সক্ষম। বুদ্ধির এই খেলায় কেউ জেতে আবার কেউ হারে। কেউ দিনের পর দিন কার্যত চেষ্টা চালিয়ে গেলেও সঠিক বুদ্ধির ব্যবহার করতে পারে না। আজকের ধাঁধাটি সবার থেকে আলাদা ও তীক্ষ্ণ দৃষ্টির সমন্বয়ে তৈরী। পুঁথিগত জ্ঞান নয় বরং আপনার দৃষ্টি শক্তির মাপার এই খেলায় দুর্দান্ত একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি।
ফটো থেকে দেখে আপনাকে একটি অড কিংবা আলাদা একটি শেয়াল (Fox) খুঁজে বের করতে হবে। হ্যাঁ আজকের প্রশ্ন যে আলাদা তা প্রতিবেদনের শুরুতেই বলে দিয়েছিলাম। ফটোতে দেখুন দেখা যাচ্ছে একইরকম বেশ অনেকগুলি শেয়াল দেখা যাচ্ছে। তবে কার্যত ভুল করেই অন্য একটি শেয়াল সেই ফটোর মধ্যে ঢুকে পড়েছে। তাই আপনাকে সেই ODD বা অন্য মাইকটি খুঁজে বের করতে হবে।
উত্তর খুঁজে বের করার জন্য ৮ সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। এখনও পর্যন্ত মাত্র কিছু সংখ্যক মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।
তাড়াতাড়ি উত্তর দিন।
সময় প্রায় শেষের পথে।
আপনার সময় শেষ হলো। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে মোট মাইকের ৯ টি স্তম্ভ ও ৮ টি সারি বর্তমান। সেখানেই ৪ নম্বর স্তম্ভের, ৬ নম্বর সারির শেয়ালটিকে ভালো করে লক্ষ্য করুন। অন্য যে শিয়াল গুলি আছে তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। গায়ের রং দেখেই পার্থক্য বোঝা সম্ভব হচ্ছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। যাদের উত্তর সঠিক হয়েছে তারা প্রত্যেকে জিনিয়াস তা মানতেই হবে।