চোখের পরীক্ষা: ৮৪ টি ইমোজির মধ্যে ১ টি আলাদা, ১৫ সেকেন্ডে খুঁজে পেলে আপনি জিনিয়াস

বর্তমান সময়ে আমাদের সময় কাটানোর বিভিন্ন বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। ঠিক তেমনই একটি খেলা হলো অপটিক্যাল ইলিউশন বা ধাঁধা। ম্যাজিকের মতোই চোখের সামনেই প্রশ্ন ও উত্তর লুকিয়ে আছে তবে আমরা সেটা খুঁজে পাই না। খুবই আকর্ষণীয় ও সময় কাটানোর জন্য সেরা বিকল্প এই খেলাটি। খেলবেন নাকি তাহলে আরও একবার আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে? অনেকগুলি একই রকম ইমোজির মধ্যে থাকা অন্য ইমোজি খুঁজে বের করতে পারবেন আপনি?
ছবিতে দেখা যাচ্ছে একই ধরণের প্রচুর ইমোজি। মোট ৮৪ টি স্টিকার আছে এই ফটোতে। কিন্তু এর মধ্যে একটি মাত্র ইমোজি আছে যা সব গুলির থেকে অন্যরকম। দেখতে পাচ্ছেন তাকে? চিন্তা নেই আপনাকে ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। খুব ভালো করে নিজের দৃষ্টি ও বুদ্ধি ব্যবহার করে উত্তর দিন এই প্রশ্নের।
তবে আস্তে আস্তে আপনার ১০ সেকেন্ড সময় শেষ হয়ে আসছে। এর মধ্যেই কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। সময় শেষ হয়ে আসছে আপনার। বহু মানুষ আছে যারা এই প্রশ্নের উত্তর অনায়েসেই দিতে পেরেছেন। আপনি উত্তর দিতে পারলেন না তাই তো? নিচে দেওয়া ছবিটি ভালো করে দেখুন ৩ নম্বর লাইনের ৪ নম্বর সারির ইমোজিটা সবার থেকে আলাদা।
কার্যত ৮৩ টি ইমোজি একই রকম যার ফলে অন্যরকম একটি ইমোজি খুঁজে পাওয়া সত্যি কঠিন। তবে কেমন মজাদার লাগলো এই প্রশ্নের উত্তর দিতে আপনাদের? ফটোর মধ্যে নির্দিষ্ট চিহ্ন করে দেওয়া হলো আপনাদের জন্য। অনেকেই আছেন যারা অবিলম্বে খুঁজে পেয়ে গেছেন এই ধাঁধার উত্তর। তাই এই ধরণের মজাদার প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হবো।