চোখের পরীক্ষা: এতগুলো ‘238’ সংখ্যার মধ্যে আছে ১ টি ‘288’ লেখা, ১১ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: আপনার দৃষ্টি শক্তি নিশ্চয়ই খুবই তীক্ষ্ণ। ছোট থেকে কি ছোট জিনিসও আপনি নিমেষেই ধরে ফেলেন। তবে কতটা তীক্ষ্ণ সেই সম্পর্কে কোনো পরীক্ষা করিয়েছেন? সোশ্যাল মিডিয়াতে (Social Media) সেই পরীক্ষা খুব সহজেই দিতে পারবেন। যে কোনো ধাঁধা থেকে উত্তর দিন আর জিনিয়াস হয়ে উঠুন প্রতি মুহূর্তে। নম্বর সিরিজের মজার প্রশ্ন উত্তর নিয়ে তাই আবারো হাজির হয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।
সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে অনেকবার লেখা আছে 238। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। কি পারবেন তো? এই চ্যালেঞ্জ আপনি একবার নিলে কিন্তু পিছু আসতে পারবেন না। ফটোর মধ্যে কোন অন্য সংখা আছে সেটা এখনই বলা হচ্ছে না। বরং আপনি বের করলে তখনই সঠিক উত্তর দেওয়া হবে।
আপনার কাছে ১১ সেকেন্ড সময় আছে সঠিক উত্তর দেওয়ার জন্য। তীক্ষ্ণ দৃষ্টির এই খেলায় মাত্র ৫% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনি কি পারবেন সেই ৫% মানুষের মধ্যে নিজের নাম অন্তর্ভুক্ত করতে। তবে উত্তর খুঁজে না পেলে চিন্তা নেই। আপনাদের জন্য প্রতিবেদনের শেষে আমরাই উত্তর জানিয়ে দেবো। ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে আপনার।
চেষ্টা করুন ও উত্তর দিন।
৩…২…১…
কি উত্তর খুঁজে পেয়েছেন? আপনার সময় এবার শেষ হলো। আমাদের উত্তরের সাথে আপনার খুঁজে পাওয়া উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ৮টি স্তম্ভ ও ১৬টি সারি আছে। তার মধ্যে ৫ নম্বর স্তম্ভের ৭ নম্বর সারিতে দেখুন। সেখানে 238 লেখা নেই। বরং সেখানে আছে 288। এই সংখ্যাটি আপনাকে খুঁজে বের করতে হতো। যারা পেরেছেন অবিলম্বে বলতে হবে তাদের দৃষ্টিশক্তি মারাত্মক। আপনাদের উত্তর বোঝার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হলো।