চোখের পরীক্ষা: এতগুলো ‘M’ এর ভিড়ে আছে ১ টি ‘N’ লেখা, খোঁজার জন্য রইলো ১৫ সেকেন্ড সময়

Optical Illusion: ABCD জানেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া যাবে না। তবে আপনাকে যদি বলি ইংরেজিতে ‘M’ এর আগে কিন্তু আসে ‘N’। বিশ্বাস হচ্ছে না আপনার তাই তো? কিন্তু আমরা যদি আপনার সেই ভুল ধারণা ভাঙিয়ে দিতে পারি তাহলে কেমন হবে বলুন তো! ঠিকই ধরেছেন আজকেও আপনাদের জন্য একটি বিশেষ ধরণের ধাঁধা নিয়ে হাজির হয়েছি। বিশেষ বললে হয়তো ভুল হবে তাই খুব মজার ও বুদ্ধির এই ধাঁধার প্রশ্ন আপনাদের সাথে ভাগ করে নেবো।
ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অসংখ্য কয়েকটি ইংরেজিতে বড়োহাতের ‘M’ অক্ষরটি লেখা আছে। তবে শুধু আপনাকে ‘M’ দেখলে চলবে না। এর মধ্যে থেকে লুকিয়ে থাকা অন্য অক্ষরটি কিন্তু খুঁজে বের করতে হবে। অন্য অক্ষর কোনটি জানেন? ভালো করে খুজলেই দেখা যাবে ইংরেজিতেতে ‘N’ অক্ষর আছে একটি যা খুঁজে বের করতে হবে।
যদিও সঠিক উত্তর খুঁজে বের করার জন্য ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে। নির্দিষ্ট সময় দেওয়া হলে আপনাকে সঠিক উত্তর খুঁজে বের করার জন্য। তাহলে এখন থেকে ১৫ সেকেন্ড সময় দেওয়া হলো উত্তর দেওয়ার জন্য। ঘড়ি কিন্তু ছুটে চলেছে যত তাড়াতাড়ি পারবেন উত্তর দেওয়ার চেষ্টা করুন। না, সময় শেষ হয়ে গেল তাহলে আপনিও পারলেন না সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে।
ফটোতে ভালো করে দেখুন আট নম্বর সারির ছয় নম্বর স্তম্ভে ‘M’ এর আগে একটি ‘N’ লেখা আছে। আপনাদের প্রতিবেদন শুরুতেই বলেছিলাম ‘M’ এর আগে ‘N’ আসে যা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন ও এই ধাঁধার উত্তর পেয়ে গেলেন। ফটোতে বোঝার সুবিধার জন্য বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। আসা করি পরের প্রশ্নতে আপনারা অবশ্যই সঠিক উত্তর দিতে পারবেন।