চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! কচ্ছপের ভিড়ে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

গুটি গুটি পায়ে কচ্ছপ এগিয়ে গেলে তার মাথা দেখলে অনেক সময়ই মনে হয় সাপ। যদিও কচ্ছপ ও সাপেদের চলনে অনেক পার্থক্য লক্ষ্য করার মতো। ঐ দেখুন! কচ্ছপ বলতেই মনে পড়লো আপনাদের জন্য এইরকমই একটি দুর্দান্ত ধাঁধা নিয়ে আজ হাজির হয়েছি। আসলে অপটিক্যাল ইলিউশন কিংবা ধাঁধা খেলা গুলি জীবনের সাথে এখনভাবে জুড়ে গেছে যে কারণে প্রতিদিন ট্রেনে, বাসে কিংবা বাড়িতে অনেকে অবসর সময়ে এই খেলার মাধ্যমে সময় কাটাতে চান।
ফটোতে দেখুন একটা বনের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে প্রচুর কচ্ছপ ঘোরাফেরা করছে। সবুজ রঙের সেই কচ্ছপ গুলি সবকটি দেখতে একই রকম। তবে বুঝতে পারছেন কি এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অন্য একটি প্রাণী। ঐযে আপনাকে বললাম প্রতিবেদনের শুরুতে কচ্ছপ ও সাপের মাথা একই রকম দেখতে লাগে! হ্যাঁ এই কচ্ছপ গুলির মধ্যেই লুকিয়ে আছে একটি সাপ যা আপনাকে খুঁজে বের করতে হবে।
এখনও পর্যন্ত কিন্তু মাত্র ৩% মানুষ এই প্রশ্নের সহজ উত্তর দিতে পেরেছেন। আপনি পারবেন তো কি মনে হচ্ছে? সঠিক উত্তর দেওয়ার জন্য ১০ সেকেন্ড সময় দেওয়া হবে আপনাকে। এখন থেকে তাহলে নির্দিষ্ট সময় শুরু হলো। চেষ্টা করুন একমাত্র তীক্ষ্ণ বুদ্ধি ও উচ্চ দৃষ্টি শক্তি যুক্ত মানুষরাই পাবেন এই প্রশ্নের উত্তর দিতে। কি তাহলে আপনিও পারলেন না এই প্রশ্নের উত্তর দিতে তাই তো?
চলুন তাহলে আপনাদের জন্য উত্তর দিয়ে দেওয়া হলো। ফটোর বাঁদিকে দেখুন সেখানে অনেকগুলি কচ্ছপের মধ্যে থেকেই সাপের মুখ বেরিয়ে আছে। কারণ কচ্ছপের মুখের মতো সেই মুখ নয়। ফটোর মধ্যেই মার্ক করে দেখিয়ে দেওয়া হলো। আশা করি এই প্রতিবেদন বেশ ভালো লেগেছে আপনাদের। পরের বার অন্য রকম ধাঁধা নিয়ে হাজির হবো আপনাদের জন্য।