Offbeat

চোখের ধাঁধা : ঈগলের ন্যায় দৃষ্টিশক্তি হলে খুঁজে দেখান ‘W’-এর ভিড়ে ‘M’, রইল 12 সেকেন্ড সময়

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কেবলমাত্র একটি ধাঁধার খেলা নয়। এগুলো হল মস্তিষ্ক এবং চোখের তীক্ষ্ণতা পরীক্ষা করার একটি সহজ মাধ্যম। এ ধরনের ছবিগুলি দেখতে সহজ মনে হলেও সমাধান করা কিন্তু বেশ কঠিন। আমাদের চারিপাশে এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে নিতে নিত্যদিন ভরসা রাখছেন ধাঁধার খেলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ছবি। আর সেই ছবিটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Optical Illusion

নিত্যদিনের মতোই আজও Humppy আপনাদের জন্য নিয়ে এসেছে একটি মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হল সেটি খালি চোখে দেখলে মনে হবে সমগ্র ছবি জুড়ে লেখা রয়েছে ইংরেজি অক্ষর ‘W‘। তবে যাদের দৃষ্টি শক্তি প্রখর তারাই কিন্তু এই ছবিতে লুকিয়ে থাকা অন্য একটি অক্ষর খুঁজে পাবেন সহজেই। আর সেটাই খুজে নিতে হবে 12 সেকেন্ডে।

সময় কিন্তু শুরু হয়ে গেছে।

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে ‘W‘ র ভিড়ে লুকিয়ে রয়েছে ‘M‘।

দ্বিতীয়বার শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন

তাড়াতাড়ি করুন আর খুব বেশিক্ষণ সময় নেই

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

দেখুন, ডান দিক থেকে বাম দিকের 2 নম্বর স্তম্ভের শেষের দিক থেকে 3 নম্বরের লেখাটি আলাদা। সমগ্র ছবি জুড়ে W লেখা থাকলেও এখানে লেখা রয়েছে M

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে নিত্য নতুন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।