Offbeat

চোখের পরীক্ষা: এই ছবিতে ‘j” এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘i”, ৬ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement

Optical Illusion: ইংরেজিতে বেশ ভালোই জ্ঞান আছে নিশ্চয়ই! তবে তার সাথে দৃষ্টি শক্তি ভালো আছে তো? আপনাকে যদি বলি ইংরেজির কিছু অক্ষরের মধ্যে সামান্য ভুল হয়েছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিকই ধরেছেন আজকেও আপনাদের জন্য একটি বিশেষ ধরণের ধাঁধা (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়েছি। বিশেষ বললে হয়তো ভুল হবে তাই খুব মজার ও বুদ্ধির এই ধাঁধার প্রশ্ন আপনাদের সাথে ভাগ করে নেবো।

ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অসংখ্য কয়েকটি ‘j’ লেখা আছে। ফটো জুড়ে এত ‘j’ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রশ্ন কি? এর মধ্যে লুকিয়ে আছে অন্য একটি অক্ষর। জানেন অন্য অক্ষরটি কি আছে এই ফটোতে? ফটোতে ভুল করে একটি ‘i’ লেখা হয়ে গেছে। সেই ‘i’ খুঁজে বের করতে হবে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজেকে মেপে নিতে পারবেন বুদ্ধি ও দৃষ্টির জোরে।

চোখের পরীক্ষা: এই ছবিতে ‘j" এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘i", ৬ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

উত্তর খুঁজে বের করার জন্য ৬ সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে ৬ সেকেন্ড সময় শুরু হচ্ছে। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।



চোখের পরীক্ষা: এই ছবিতে ‘j" এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘i", ৬ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আপনার সময় শেষ হয়ে গেল। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ২০টি স্তম্ভ ও ৯টি সারি বর্তমান। সেখানেই ১৬ নম্বর স্তম্ভের ৬ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘j’ শব্দের বদলে ‘i’ হয়ে গেছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। আসা করি যাদের উত্তর ঠিক হয়েছে তারা নিয়মিত এই ধরণের খেলা খেলবেন।