চোখের পরীক্ষা: ছবির মধ্যে লুকিয়ে আছে একটি জলহস্তী, ৮ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আপনার দৃষ্টি শক্তি কি খুব তীক্ষ্ণ! তাহলে অনায়েসেই ফটোটিতে লুকিয়ে থাকা জলহস্তীটিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কি দেখতে পাচ্ছেন না? তাহলে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি বলা হয়তো একটু ভুল হবে। প্রচুর মানুষ নিজের থেকেই এমন দাবি কিন্তু করে থাকেন। তবে ধাঁধা খেলার মধ্যে দিয়েই বুদ্ধি ও উচ্চ দৃষ্টির পরিচয় পাওয়া যায়। অপটিক্যাল ইলিউশন মানেই চোখের ধাঁধা যা সামনে থাকলেও আমরা সবসময় উত্তর দিতে পারি না। আপনাদের জন্যই এই প্রতিবেদনে নিয়ে এসেছি এই বিশেষ ধরণের খেলাটি।
সম্প্রটি একটি ফটো সামনে এসেছে যেখানে লুকিয়ে রয়েছে একটি জলহস্তী। ফটোতে দেখা যাচ্ছে একজন মহিলা সারমেয়কে নিয়ে ঘুরছে। এক যুবক সাইকেল চালাচ্ছেন। একজন পরিবার নিয়ে পিকনিকে মত্ত। দেখলে বুঝতেই পারবেন একটা সুন্দর পার্কের চিত্র তুলে ধরা হয়েছে। তবে এই ফটোর মধ্যে থেকেই লুকিয়ে থাকা জলহস্তীকে খুঁজে বের করতে হবে আপনার।
খুব সোজা বলে মনে হলেও কিন্তু ৫% মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন এখনও পর্যন্ত। যে কারণে বর্তমান সময়ে সবথেকে কঠিন ধাঁধা এই ফটো অনায়েসেই বলা যায়। উত্তর দেওয়ার জন্য মাত্র ৮ সেকেন্ড সময় আছে আপনার কাছে। ভালো করে দেখুন এই ফটো ও তারপরে উত্তর দিন। তবে ইতিমধ্যেই যারা ছবির মধ্যে থেকে জলহস্তীকে খুঁজে পেয়েছেন মানতেই হবে তাঁদের দৃষ্টিশক্তি সত্যিই তীক্ষ্ণ।
আপনিও মনে হচ্ছে তাহলে উত্তর দিতে পারবেন না। চলুল আমরাই দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের আসল উত্তর। যে ছেলেটি সাইকেল চালাচ্ছে দেখুন তাঁর মাথার চুলের মধ্যে জলহস্তী দেখা যাচ্ছে। একমাত্র খুব ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো। আসা করি সুন্দর এই ধাঁধাটি আপনার খুবই ভালো লেগেছে।