Offbeat

চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘3’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘E’! ১৮ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। ছবিতে অনেকগুলি '3'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'E', আপনার কাছে সময় আছে মাত্র ১৮ সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

সাধারণ মানুষের অবসর সময় কাটানোর মোক্ষম দাওয়াই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। আমদের চারিপাশে এমন বহু মানুষ আছেন যারা খুব সহজেই কঠিন কঠিন ধাঁধার সমাধান করতে খুব ভালোবাসেন। আর সে কারণেই দিনের পর দিন বাড়ছে জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নিত্যদিন দেখা যায় নানান রকম ধাঁধার ছবি।

এমনকি আপনাদের জন্য নিত্যদিন মজার মজার খেলা নিয়ে হাজির হয় Humppy.com। আজও চলে এসেছি আমরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের খেলাটি একটু অন্যরকম। আজকের ধাঁধা সমাধান করার জন্য প্রয়োজন ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টির। তবে উত্তর খুঁজে নেওয়ার জন্য হাতে গোনা 18 সেকেন্ড সময় দেওয়া হলো আপনাদের।

আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেটি খালি চোখে দেখলে মনে হবে ছবিতে লেখা রয়েছে 3। তবে মনোযোগ দিয়ে ছবিটি দেখলেই খুঁজে পাওয়া যাবে সঠিক উত্তর।

সময় বয়ে চলেছে

10

9

8

7

6

5

4

3

2

1

উত্তর খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, গোটা ছবির মধ্যে কেবলমাত্র একটিবার লেখা হয়েছে E।

সময় বয়ে চলেছে

10

9

8

7

6

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। দেখুন শেষ থেকে 5 নম্বর স্তম্ভের ওপরের দিক থেকে 3 সারিতে লেখা রয়েছে E।

যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা পারলেন না তারা আবার হতাশ হবেন না যেন। খুব শীঘ্রই এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।