চোখের পরীক্ষা: শিকারীদের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়েছে একটি হরিণ, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: আমাদের দেশে কিন্তু পশু হত্যা মহা পাপ। যে কারণে আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে জেলও হতে পারে আপনার। সেই হিসাবেই শিকারীদের হাত থেকে প্রাণীদের বাঁচানো বিশেষ দরকারি। আজকের প্রতিবেদনে সেই জিনিস নিয়েই হাজির হয়েছি। যেখানে শিকারিদের হাত থেকে আপনাকে একটি হরিনকে কার্যত বাঁচাতে হবে। আপনার তীক্ষ্ণ দৃষ্টি শক্তি থাকলে তবেই ফটোর মধ্যে লুকিয়ে থাকা হরিণটিকে খুঁজে বের করতে পারবেন।
ফটোতে দেখুন বনের মধ্যে দুটি শিকারিকে দেখা যাচ্ছে। তাদের হাতে আছে বিশাল বড়ো দুটি বন্দুক। তবে হরিণ কিন্তু খুবই শান্ত ও নিরীহ প্রাণী। যে কারণে ফটোর মধ্যে একটি হরিণ ভয়ে লুকিয়ে আছে, আর তাকে আপনাকে খুঁজে বের করতে হবে অবিলম্বে।
চিন্তা নেই আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। এই দুর্দান্ত ধাঁধাটি কিন্তু সোশ্যাল মাধ্যমে এখন ট্রেনডিং চলছে তা বলাই যায়। সঠিক উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হবে। আপনার নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হলো। সময় এগিয়ে চলেছে তাই আপনিও তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন। এখনও পর্যন্ত মাত্র ৫% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।
কি আপনিও পারবেন না এই প্রশ্নের সঠিক উত্তর দিতে তাই তো? ফটোতে ভালো করে দেখুন যে পিছনে একটি গাছ দেখতে পাওয়া যাচ্ছে। সেই গাছের পিছনেই লুকিয়ে আছে একটি হরিণ। হরিনের শিঙ গাছের পিছন দিয়ে বেরিয়ে আছে যা অন্য ডালপালার মধ্যে থাকলেও পুরোপুরি আলাদা। আপনারা যাতে বুঝতে পারেন সেই কারণে ফটোর মধ্যে দিয়ে নির্দিষ্ট চিহ্ন করেও বুঝিয়ে দেওয়া হলো।