Offbeat

চোখের পরীক্ষা: এতগুলো বাঁদরের ভিড়ে লুকিয়ে আছে একটি ভাল্লুক, ৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Optical Illusion: একই রকম দেখতে মানুষ আমরা বহু সময় দেখে থাকি। তাদেরকে আমরা বলে থাকি ‘হামসকল’। তেমন কিন্তু পশু পাখিদের ক্ষেত্রেও একই রকম দেখতে দেখা যায়। এই ধরুন চিতা বাঘ ও রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় একই রকম দেখতে। আবার ভাল্লুক ও বাঁদরের মুখশ্রী কিছুটা একইরকম। তাদের কথা বলতেই মনে পড়লো আজকের ধাঁধা (Optical Illusion) তো কার্যত ভাল্লুক (Bear) ও বাঁদর (Monkey) নিয়েই তৈরী।

আদতে ফটোতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বাঁদর আছে। কিন্তু সবকটি বাঁদর নয়। একটি অন্য প্রাণী লুকিয়ে আছে। বেশ গন্ডগোল ও পেঁচালো ব্যাপার তাই তো? আসলে এই ফটোতে একটি ভাল্লুক লুকিয়ে আছে। আর সেই প্রাণীটিকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। কী ভাবছেন চ্যালেঞ্জ গ্রহণ করলেন? তাহলে কিন্তু উত্তর খুঁজতে লেগে পড়ুন।

চোখের পরীক্ষা: এতগুলো বাঁদরের ভিড়ে লুকিয়ে আছে একটি ভাল্লুক, ৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

মাত্র ৫ সেকেন্ড সময় থাকবে আপনার জন্য। দৃষ্টি শক্তি ও বুদ্ধি বাড়ানোর এই খেলায় সফল হলে আপনি জিনিয়াস। কি পারবেন তো উত্তর দিতে? আপনার সময় শুরু হলো এখন থেকে….




চোখের পরীক্ষা: এতগুলো বাঁদরের ভিড়ে লুকিয়ে আছে একটি ভাল্লুক, ৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ব্যাস, সময় শেষ। খুঁজে পেয়েছেন উত্তর? না পেলেও চিন্তা নেই নিচে উত্তর দেওয়া হলো। ফটোর বাঁ দিকে দেখুন। ঝোপের মধ্যে বাঁদর নয় বরং ভাল্লুক বসে আছে একটা। একই রকম রং ও দেখতেও অনেকটা এক। শুধু বাঁদরের তুলনায় তার শরীর খানিকটা বড়ো। চিহ্ন করেও বুঝিয়ে দেওয়া হলো। যাদের উত্তর আমাদের প্রতিবেদনের সাথে মিলেছে তাদের অবিলম্বে বলতেই হবে জিনিয়াস।