চোখের ধাঁধা : অনেকগুলি ‘P’ এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ‘B’, আপনার দৃষ্টিশক্তি 50/50 হলে খুঁজে দেখান
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। ছবিতে অনেকগুলি 'P'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'B', আপনার কাছে সময় আছে মাত্র 14 সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

মানুষ বন্দী মুঠোফোনে। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার দাপাদাপিতে বদলে গিয়েছে জীবনের পথচলা। আসলে সাধারণ মানুষকে বিনোদন জোগাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। কেউবা ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছেন নানান রকম ভিডিও দেখে। কেউ আবার অবসর সময় কাটানোর জন্য বেছে নিচ্ছেন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।
আসলে এ ধরনের খেলা গুলি খুব সহজেই আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে। খুলে দেয় মস্তিষ্কে জমে থাকা দীর্ঘদিনের জটিল জট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেই ছবিতেই কোথায় লুকিয়ে রয়েছে ব্যতিক্রমী অক্ষর যা খুঁজে বার করতে গিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
Humppy নিত্যদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেটি খালি চোখে দেখলে মনে হবে গোটা ছবি জুড়েই লেখা রয়েছে ইংরেজি অক্ষর ‘P’। তবে একটু মনোযোগ দিয়ে দেখলেই ছবিতে খুঁজে পাওয়া যাবে ব্যতিক্রমী অক্ষর। আর সেটি খুঁজে নেওয়ার জন্য আপনাদের দেওয়া হল 14 সেকেন্ড সময়।
সময় বয়ে চলেছে
5
4
3
2
1
খুঁজে পেলেন ব্যতিক্রমী অক্ষর? পাননি বুঝি? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতেই লুকিয়ে রয়েছে ইংরেজি অক্ষর ‘B’।
সময় বয়ে চলেছে
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ভালো করে দেখুন ছবিটির দিকে। দেখুন, ডান দিক থেকে বাম দিকের 2 নম্বর স্তম্ভের শেষের আগের লেখাটি কিন্তু ব্যতিক্রমী। সমগ্র ছবিতে ‘P’ লেখা থাকলেও এখানে লেখা হয়েছে ‘B’।
খেলায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই নিত্য নতুন খেলা নিয়ে হাজির হবো আমরা।