চোখের ধাঁধা : এতগুলো ‘784′ লেখার মাঝে লুকিয়ে আছে একটি ‘734′, যাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি তারাই কেবল দেখতে পাবেন!

Optical Illusion: ধাঁধা খেলা মানেই আপনার দৃষ্টি হবে ঈগলের মতো। সেই পাখি যেমন আকাশের অনেক উঁচু দিয়ে উড়লেও তার শিকার ঠিক খুঁজে নেয়। ঠিক আপনাকেও যে কোনো প্রশ্নের থেকে উত্তর দিতে হবে চটপট। আট থেকে আশি সকলেই প্রতিদিনের জীবনে আমাদের এমন একটা নিশ্চিন্ত মুহূর্ত কাটাতে সাহায্য করি। সেই হিসাবেই আজকে আমরা হাজির নতুন ধাঁধা নিয়ে। ঈগলের মতো নিজের দৃষ্টি শক্তি বানাতে এই ধরণের ধাঁধা অবশ্যই খেলতে হবে। আপনাকে একটি ফটোর মধ্যে থেকে অন্য যে ভুল সংখ্যাটি লেখা আছে সেটা খুঁজে বের করতে হবে।
দেখুন আজকের ফটো জুড়ে শুধু লেখা আছে 784। তবে তার মধ্যেই অন্য একটি সংখ্যা একবার মাত্র ঢুকে গেছে। সেই সংখ্যাটি আপনাকে খুঁজে বের করতে হবে। ভুল সেই সংখ্যাটি কি এখনই জানানো হচ্ছে না। যদি সঠিকভাবে সেই সংখ্যা উদ্ধার করতে পারেন আপনি অবশ্যই জিনিয়াস ও দৃষ্টিশক্তি ঈগলের মতো। চিন্তা নেই ১০ সেকেন্ড সময় পাবেন আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য।
ইতি মধ্যেই কিন্তু বহু মানুষ উত্তর দিয়েছে। যাবে দুঃখের কথা সেই উত্তর ঠিক হয়নি ৯৯% মানুষের। এখন থেকে আপনার সময় শুরু হলো।
ঘড়ির কাঁটা কিন্তু দাঁড়াবে না।
আপনার সময় ছুটছে।
পেয়েছেন উত্তর খুঁজে?
সময় কিন্তু শেষের পথে।
৩…২…১…
আপনার সময় শেষ হয়ে গেল। যারা উত্তর খুঁজে পেয়েছেন এবার মিলিয়ে দেখুন। ফটোতে দেখুন মোট ১২ টি স্তম্ভ ও ১৬ টি সারি আছে। তার মধ্যে ৬ নম্বর স্তম্ভের, ৯ নম্বর সারিটি দেখুন। যেখানে লেখা আছে 734। অর্থাৎ 784 বদলে ভুল করে 734 সংখ্যাটি লেখা হয়ে গেছে। যা আপনাকে খুঁজে বের করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বোঝার সুবিধার জন্য মার্ক (Mark) করেও দেখিয়ে দেওয়া হলো। যারা সঠিক উত্তর খুঁজে পেয়েছেন তাদের ঈগলের মতো দৃষ্টি তা মানতেই হবে।