Offbeat

Optical Illusion : অনেকগুলি ‘2’ এর ভিড়ে লুকিয়ে আছে ‘7’! রইল 15 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। ছবিতে অনেকগুলি '2'-এর মাঝে লুকিয়ে আছে একটি '7', আপনার কাছে সময় আছে মাত্র 15 সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

দিনের পর দিন বাড়ছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মতো খেলা গুলির জনপ্রিয়তা। কেউবা অবসর সময় কাটাতে ভরসা রাখছেন এ ধরনের ধাঁধায় তো কেউ আবার পরীক্ষা করে নিচ্ছেন মস্তিষ্কের তীক্ষ্ণতার। আসলে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল মূলত চোখ এবং মস্তিষ্কের খেলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ছবি। আর সেই ছবি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Humppy আবারো আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলা। আজকের প্রতিবেদনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি খালি চোখে দেখলে মনে হবে সমগ্র ছবিতেই লেখা আছে 2। তবে ক্ষুরাধার দৃষ্টি থাকলেই কিন্তু ছবিতে খুঁজে পাওয়া যাবে অন্য একটি সংখ্যা। আর সেই সংখ্যাটাই খুঁজে বার করতে হবে আপনাদের। তাও আবার 15 সেকেন্ডের মধ্যে। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি খোঁজা শুরু করুন।

আরও পড়ুন : বাজারে আসছে Royal Enfield এর নতুন Bullet 350, কত খরচ হবে এই বাইক কিনতে?

সময় বয়ে চলেছে

5

4

3

2

1

উত্তরটা কী খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে 2 এর ভিড়ে লুকিয়ে রয়েছে 7।

দ্বিতীয়বার শুরু হল সময়

সময় বয়ে চলেছে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়া পালা।

ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। দেখুন ছবির ডান দিক থেকে বাম দিকের 2 নম্বর স্তম্ভের মাঝামাঝি জায়গায় লুকিয়ে রয়েছে ব্যতিক্রমী সংখ্যা। আপনাদের সুবিধার্থে নিচের ছবিতে লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হল ব্যতিক্রমী সংখ্যা।

খেলায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে নিত্য নতুন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।