ছবির ধাঁধা : অনেকগুলি ’45’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ’43’, 18 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। ছবিতে অনেকগুলি '45'-এর মাঝে লুকিয়ে আছে একটি '43', আপনার কাছে সময় আছে মাত্র 18 সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

দাবানলের মতো নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানান ধরনের অপটিক্যাল ইলিউশিন (Optical Illusion) ছবি। কখনো খুঁজে নিতে হচ্ছে লুকিয়ে থাকা অক্ষর কিংবা সংখ্যা। কখনো আবার সমাধান করতে হচ্ছে কঠিন কঠিন অঙ্কের। আসলে সাধারণ মানুষের চাহিদা মতো নিত্যদিন জনপ্রিয়তা বাড়ছে এ ধরনের ধাঁধার। আমাদের চারিপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা নিজেদের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নিতে নিত্যদিন ভরসা রাখছেন ধাঁধার খেলায়।
Humppy প্রত্যেক দিনের মতোই আজও নিয়ে হাজির হয়েছে একটি মজার খেলা। আজকের প্রতিবেদনে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি খালি চোখে দেখলে মনে হবে গোটা ছবি জুড়ে লেখা আছে 45। তবে মনোযোগ দিয়ে দেখলেই খুঁজে পাবেন অন্য একটি সংখ্যা। উত্তর খুঁজে নেওয়ার জন্য আপনার হাতে সময় আছে 8 সেকেন্ড।
সময় কিন্তু শুরু হয়ে গেছে।
আর খুব বেশিক্ষণ সময় নেই তাড়াতাড়ি করুন।
5
4
3
2
1
উত্তর খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনার সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতেই লুকিয়ে আছে 43।
সময় কিন্তু নিজের তালে বয়ে চলেছে।
তাড়াতাড়ি করুন হাতে আর খুব বেশিক্ষণ সময় নেই।
সময় প্রায় শেষের দিকে
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ভালো করে তাকান ছবিটির দিকে। দেখুন ডান দিক থেকে বামদিকের 4 নম্বর স্তম্ভের মাঝামাঝি জায়গায় লুকিয়ে রয়েছে ব্যতিক্রমী সংখ্যা 43।
সময়ের মধ্যে উত্তর যারা দিতে পেরেছেন তাদের অভিনন্দন। তবে যারা পারলেন না তারা অপেক্ষা করুন। খুব শীঘ্রই এমন মজার মজার খেলা নিয়ে হাজির হবো আমরা।