চোখের ধাঁধা : বাঁদরের ভিড়ে লুকিয়ে আছে একটি ‘ভাল্লুক’, কেবল তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ব্যক্তিরাই খুঁজে পাবেন

Optical Illusion: সোশ্যাল মিডিয়া আমাদের ফিরিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া ছোটবেলা। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে নেওয়া যেমন সহজ হয়েছে ঠিক তেমনই সহজ হয়েছে ছোটবেলার বিভিন্ন খেলাগুলিকে নতুন করে ঝালিয়ে নেওয়া। আসলে একটা সময় কম বেশি আমরা সকলেই ধাঁধার খেলা ভীষণ পছন্দ করতাম। আর বর্তমানে নানান রকম ধাঁধা ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি তেমনই একটি ছবি এসেছে প্রকাশ্যে। এই ছবি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Optical Illusion
অপটিক্যাল ইলিউশনের মত খেলা গুলির আসল মজাটাই হল মস্তিষ্কের কার্যক্ষমতাকে উস্কানি দেওয়া। এ ধরনের ধাঁধা সমাধান করার জন্য প্রয়োজন মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং ক্ষুরধার দৃষ্টি। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হল সেটি খালি চোখে দেখলে মনে হবে সমগ্র ছবিতেই রয়েছে বেশ কয়েকটি বাঁদর। তবে মনোযোগ দিয়ে যারা দেখবেন তারাই কিন্তু খুঁজে পাবেন অন্য একটি পশু। আর সেটাই খুঁজে নিতে হবে 5 সেকেন্ডের মধ্যে।
সময় শুরু হল এখন
5
4
3
2
1
খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি। এই ছবিতে বাঁদরের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ভাল্লুক।
দ্বিতীয়বার শুরু হল সময়
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আপনাদের বোঝার সুবিধার্থে নিচের ছবিতে লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হল ছবিতে লুকিয়ে থাকা ভাল্লুকটিকে।
সময়ের মধ্যে যারা উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও যারা খুঁজে পেলেন না উত্তর তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না যেন। খুব শীঘ্রই আপনাদের জন্য নিত্য নতুন খেলা নিয়ে হাজির হবো আমরা।