×
Offbeat

চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে একটি খরগোশ; খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: ফটোর মধ্যে লুকিয়ে থাকা খরগোশটিকে দেখতে পাচ্ছেন? আপনি নিজেকে নিশ্চয়ই খুব বুদ্ধিমান মনে করেন। তাহলে আজকের এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্যই। ছোট বেলায় সবাই আমরা বিভিন্ন রকমের ধাঁধা খেলার মধ্যে অংশগ্রহণ করেছেন। বর্তমানে স্মার্ট ফোনের দিকে উঁকি দিলেই সেই খেলা ঘরে বসেই যে কোনো সময়ে খেলা যায়। অবসর সময়ে এই খেলাতেই মত্ত থাকেন নেটিজেনরা। আর আজকের খেলা যে আগের সবগুলির থেকে আলাদা তা বলার অপেক্ষা রাখে না।

ফটোতে এক যুগল হেঁটে যাচ্ছেন বনের মধ্যে দিয়ে। ছেলেটির হাতে বাঁধা আছে একটি সুন্দর ছোট সারমেয়। তাঁদের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার আছে তা স্পষ্ট। তবে এই ফটোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আরও একটি ছোট সুন্দর প্রাণী। বলতে পারবেন সেই প্রাণীর নাম? ভালো করে দেখলে খুঁজে পাবেন সুন্দর ও কিউট একটি খরগোশ যা লুকিয়ে আছে এই ফটোর মধ্যে।

চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে একটি খরগোশ; খুঁজে পেলেই আপনি জিনিয়াস -

আপনাকে ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে সঠিক উত্তর খুঁজে বের করার জন্য। দেখলে সহজ মনে হলেও বেশ কঠিন হবে প্রশ্নের উত্তর দেওয়া। এবার তাহলে সময় শুরু হলো আপনার। এখনও পর্যন্ত মাত্র ১% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। ঘড়ির কাঁটা ঘুরে চলেছে ও আপনার সময় ধীরে ধীরে শেষ হয়ে আসছে।

চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে একটি খরগোশ; খুঁজে পেলেই আপনি জিনিয়াস -

আমরাই তাহলে আপনাকে সঠিক উত্তর দিচ্ছি। ফটোর বাঁ দিকে দেখুন তাহলেই বুঝতে পারবেন। কয়েকটি গাছের ডাল মাটিতে পড়ে আছে আর সেখানেই একই রঙের একটি খরগোশ চুপ করে বসে আছে। আপনাদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেওয়া হলো। কেমন লাগলো আপনাদের এই ধাঁধা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে এই ধরণের মজার প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো।