চোখের ধাঁধা: এই ছবির মধ্যে লুকিয়ে আছে একটি কাঁকড়া, কেবল ৫% মানুষ উত্তর দিতে সক্ষম

Optical Illusion: অপটিক্যাল বিভ্রম হল মনের মধ্যে তৈরী বিভিন্ন বাঁকানো চিন্তাভাবনা। এগুলি সরাসরি আপনার উপলব্ধিকে চ্যালেঞ্জ করে। শুধু তাই নয় আপনার পর্যবেক্ষণ (Intelligence) ক্ষমতারও পরীক্ষা নেয়। আপনার জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে, আপনার মস্তিষ্ককে সৃজনশীলভাবে চিন্তা করার জন্য উদ্দীপিত করতে সাহায্য করে এই ধরণের ধাঁধা গুলি। আপনার মনকে চ্যালেঞ্জ করার, সমস্যা সমাধান করার জন্য ও শিক্ষণীয় পদ্ধতি হিসাবে পরিচিত এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) গুলি।
গবেষণায় জানা গেছে যে নিয়মিতভাবে অপটিক্যাল বিভ্রমের মতো খেলার সাথে জড়িত থাকলে জ্ঞানীয় ক্ষমতা যেমন স্মৃতি, মনোযোগ এবং উপলব্ধি উন্নত হয়। আপনার দৃষ্টি কতটা তীক্ষ্ণ তা পরীক্ষা করতে চান? তাহলে আজকের এই খেলায় সহজেই অংশগ্রহণ করতে পারেন। ছবিতে একটি সমুদ্রের পারে বিচ সিন্ দেখা যাচ্ছে। যেখানে ছোট শিশুরা বালির পাহাড় বানিয়ে খেলা করছে। কেউ রোদ পোহাচ্ছেন তো কেউ আবার সংবাদপত্র পড়ছেন।
এত কিছুর মধ্যেই আপনাকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে একটি কাঁকড়া (Crab) খুঁজে বের করার জন্য। সমুদ্রের পারে কাঁকড়া থাকবে তা নতুন কিছু নয়। তবে এই ফটোতে কাঁকড়া সরাসরি দেখা না গেলেও লুকিয়ে আছে। সেটা খুঁজে বের করার চ্যালেঞ্জ নিয়েছেন আপনি। আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যেই ফটোর মধ্যে থেকে কাঁকড়াটিকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে এখন থেকে।
৭
৬
৫
৪
৩
২
১
ব্যাস, আপনার সময় শেষ। পেয়েছেন উত্তর? এবার তাহলে আমাদের সাথে মিলিয়ে দেখুন। ফটোর বাঁ দিকে দেখুন। ছেলেটি বসে আছে তার পাশেই একটি ঝোপ আছে। সেখানেই দেখুন কাঁকড়াটির শরীরের অংশ দেখা যাচ্ছে। যারা ইতিমধ্যেই উত্তর দিতে পেরেছেন তাদের বলতেই হবে জিনিয়াস। ফটোর মধ্য কিন্তু আপনাদের জন্য নির্দিষ্ট চিহ্ন (Mark) করে দেওয়া হলো। সহজেই আপনারা সেখান থেকে বুঝতে পারবেন।