Offbeat

চোখের পরীক্ষা: 4 এর ভিড়ে লুকিয়ে আছে একটি 8, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Optical Illusion Viral Photo: ছোট থেকেই ধাঁধা খেলার সাথে যুক্ত আছেন মনে হচ্ছে। সেই কারণেই আজকে এই প্রতিবেদনে হাজির হয়েছেন। এই ধরণের প্রতিবেদন গুলি একটা সুন্দর জায়গা করে নিয়েছে রোজকার জীবনে। আজকেও চেষ্টা করবেন নাকি একটি বুদ্ধির দুর্দান্ত ধাঁধা (Optical Illusion) সমাধান করার। চাইলে কিন্তু অনায়েসেই উত্তর দিতে পারবেন। দৃষ্টিশক্তি ভালো হলেই উত্তর দেওয়া হবে খুব সহজ। ফটোতে কিছু ভুল বশত অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে।

তাহলে অনায়েসেই এই প্রশ্নটির উত্তর আপনি দেবেন সেই চ্যালেঞ্জ নিলেন? দেখুন আজকের ফটো জুড়ে শুধু লেখা আছে প্রচুর ‘4’। তবে তার মধ্যেই অন্য একটি সংখ্যা ঢুকে পড়েছে। ছবির উপরে বড়ো বড়ো করে লেখা আছে একটি লাইন। সেটা ভালো করে দেখলেই প্রশ্নটি বুঝতে পারবেন। “4 এর ভিড়ে 8 কোথায়, ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন” এই লাইনটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কার্যত হিন্দি ভাষায় এই লাইনটি লেখা আছে। সেই সংখ্যাটি খুঁজে বের করাই আপনাদের প্রধান লক্ষ্য। চিন্তা নেই ১০ সেকেন্ড সময় পাবেন আপনি যা কার্যত এই খেলার জন্য অনেক বলা যায়। তার মধ্যেই উত্তর দিতে হবে আপনাকে।

চোখের পরীক্ষা: 4 এর ভিড়ে লুকিয়ে আছে একটি 8, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ইতি মধ্যেই কিন্তু আপনার সময় শুরু হয়ে যাচ্ছে। মাত্র ৫% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। আপনার সময় ছুটছে। তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন। সময় কিন্তু শেষের পথে। কি উত্তর খুঁজে পেয়েছেন?

৩…২…১…

চোখের পরীক্ষা: 4 এর ভিড়ে লুকিয়ে আছে একটি 8, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আপনার সময় শেষ হয়ে গেল। যারা উত্তর খুঁজে পেয়েছেন আমাদের প্রতিবেদনের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে ভালো করে আগে লক্ষ্য করুন। প্রথম লাইনে দেখুন 8 খুঁজে বের করতে বলা হয়েছে। অর্থাৎ ফটোতে এই একটি মাত্র 8 সংখ্যাই আছে। আর কিন্তু অন্য কোনো 8 সংখ্যা নেই। তাই যারা বুঝতে পারেননি তাদের আরও বুদ্ধি বাড়ানোর দরকার আছে। এই সাধারণ অথচ মজাদার খেলার জন্যই আপনাকে বলা হয়েছিল। যারা উত্তর দিতে পেরেছেন অবশ্যই তাদের জিনিয়াস বলতেই হবে।