চোখের পরীক্ষা: পাশাপাশি দু’টো ছবির মধ্যে আছে ৫ টি পার্থক্য, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

দুটি ছবির মধ্যে থেকে পার্থক্য(Spot The Difference) খুঁজে বের করা খুবই সহজ। পাশাপাশি রাখা দুটি ছবি। তার মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কয়েকটি পার্থক্য। আজকের প্রতিবেদন ঠিক তেমনই কিছু নিয়ে তৈরী। এমনিও মানুষ পার্থক্য খুঁজতে খুবই দক্ষ। চোখের সামনে কিছু আসলেই খুঁত ধরতে পারে। আমরা ছোট থেকেই যদিও ধাঁধা (Optical Illusion) খেলা খেলেছি। অবসর সময়ে নেটিজেনরা (Netizen) সবথেকে বেশি এই ধরণের ধাঁধার মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন।
ফটোতে দেখা যাচ্ছে দুটি পেংগুইন (Penguin)। কার্যত পাশাপাশি দুটি একই ফটো। হাতে আছে একটি ছিপ। মাছ শিকার করছে। বরফের জায়গা তা ফটো দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দুটি ফটো একই রকম দেখতে। কিন্তু দুটি ফটোতে মোট পাঁচটি পার্থক্য আছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন।
আপনার কাছে মাত্র ১৫ সেকেন্ড আছে। কি পারবেন তো এই সময়ের মধ্যে? ছবি থেকে সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে। অনেক মানুষ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। তাদের দৃষ্টি শক্তি সত্যি খুব উন্নত। তবে আপনার সময় এবার শুরু হয়ে গেছে। তাই উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সময় কিন্তু এগিয়ে চলেছে…
আর মাত্র কয়েক সেকেন্ড
৩…২…১…
সময় আপনার শেষ। এবার আমাদের পাওয়া উত্তরের সাথে আপনি দেখে নিন। নিচে আপনাদের পাঁচটি পার্থক্য বিস্তারিত বলা হলো।
- ১) প্রথম ফটোতে পেংগুইনটির দুটি পা কমলা। তবে পরের ফটোতে সেই পা দুটি একটি কমলা ও একটি হলুদ।
- ২) দ্বিতীয় ফটোতে ছিপের মধ্যে লাল জিনিস একটা দেখা যাচ্ছে কিন্তু প্রথম ফটোতে তা দেখা যাচ্ছে না।
- ৩) প্রথম ফটোতে পেংগুইনের লেজ আছে। দ্বিতীয় ফটোতে কোনো লেজ নেই।
- ৪) প্রথম ফটোতে পেঙ্গুইনের সামনে যে গর্তটি আছে তা বড়ো হলেও দ্বিতীয় ফটোতে সেটা ছোট হয়ে গেছে।
- ৫) প্রথম ফটোতে পিছনের পাহাড় ছোট কিন্তু দ্বিতীয় ফটোতে বেশ বড়ো হয়ে গেছে।
আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মোট ৫টি পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো। পরের বার এমন ধরণের প্রশ্নের উত্তর দিতে পারবেন এমনটা আশা করাই যাই।