চোখের ধাঁধা: এই ২ টি ছবির মধ্যে রয়েছে ৫ টি পার্থক্য, ১১ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: মানুষ পার্থক্য খুঁজতে ঠিক কতটা দক্ষ তা বলার দরকার নেই। দুটি ফটো সম্পূর্ণ একইরকম দেখতে কিন্তু ফটোর মধ্যে আছে বেশ কিছু বিশেষ পার্থক্য। আজকের এই বিশেষ খেলা নিয়েই তৈরী হয়েছে আমাদের প্রতিবেদন। আমরা ছোট থেকেই যদিও এই ধরণের খেলা খেলেছি। অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি এই ধরণের ফটো পার্থক্য ধাঁধার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করে থাকেন। আজকের ফটো পার্থক্য খেলাটি দেখে নেওয়া যাক।
ফটোতে দেখা যাচ্ছে দুটি মোরগ আপন মনে নিজেরা গল্প করছে। সুন্দর আকাশ ও সবুজ পরিবেশ মিশ্রিত দুর্দান্ত একটি ফটো কিন্তু প্রতিবেদনে দেখা যাচ্ছে। পাশের ফটোটিও কার্যত একই রকম দেখতে। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও দুটি ফটোতে মোট পাঁচটি পার্থক্য লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন। আপনাকে মাত্র ১১ সেকেন্ড সময় দেওয়া হবে ছবি থেকে সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করার জন্য।
অনেক মানুষ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই আবার বলেছেন এই প্রশ্নে নাকি এত গুলি পার্থক্য নেই। তবে আপনার সময় এবার শুরু হচ্ছে তাই উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সময় কিন্তু এগিয়ে চলেছে…
কি তাহলে আপনিও পারলেন না প্রশ্নের উত্তর দিতে?
নিচে তাহলে পার্থক্য গুলি আলোচনা করা হলো –
১) প্রথম ফটোতে বাদামি মোরগের চোখে সানগ্লাস না থাকলেও দ্বিতীয় ফটোতে তার চোখে সানগ্লাস আছে।
২) প্রথম ফটোতে বাদামি মুরগির ডানা দেখা গেলেও দ্বিতীয় ফটোতে নেই।
৩) প্রথম ফটোতে সাদা মোরগের পালকে ঘড়ি নেই কিন্তু দ্বিতীয় ফটোতে সেটা আছে।
৪) প্রথম ফটোতে সাদা মোরগের মাথার উপরে মেঘ দেখা নেই কিন্তু দ্বিতীয় ফটোতে আছে।
৫) প্রথম ফটোতে সাদা মোরগের মুখটি বন্ধ আছে কিন্তু দ্বিতীয় ফটোতে সে হাসছে।
আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মোট ৫টি পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো। পরের বার এমন ধরণের প্রশ্নের উত্তর দিতে পারবেন এমনটা আশা করাই যাই।