Offbeat

চোখের পরীক্ষা: পাশাপাশি এই দু’টো ছবির মধ্যে রয়েছে 3 টি পার্থক্য, 15 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Optical Illusion: পাশাপাশি দুটি ফটো দেখতে একইরকম। তবে ছবি দুটোতে রয়েছে বিস্তর ফারাক। বিদ্যালয়ে বন্ধুদের সাথে এই ধরনের খেলা খেলেছেন নিশ্চই। চিন্তা নেই ছোটবেলার সেই খেলা আবারো ফিরে এসেছে আমাদের সবার মাঝে। বন্ধুদের এনে দিতে না পারলেও আমাদের প্রতিবেদন আপনাকে সেই পুরোনো খেলায় ফিয়ে নিয়ে যেতে পারবে। আজকের প্রতিবেদন দেখে আপনাকে দুটি ফটোর মধ্যে লুকিয়ে থাকা তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে। খুব কঠিন নয় কারণ দৃষ্টিভঙ্গি যদি একটু বদলাতে পারেন তাহলেই পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর। অবসর সময়ে নেটিজেনরা কিন্তু এই ধরণের খেলাতেই সবথেকে বেশি মত্ত থাকেন।

ফটোতে দেখা যাচ্ছে একটি ঘোড়াকে। সাথেই আছে বাড়িঘর, গাছপালা এক কথায় সুন্দর একটা পরিবেশ বলা যায়। যদিও ছবি দেখে মনে হচ্ছে কার্টুন ও পাশের ফটোটি ও কার্যত একই রকম দেখতে। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও দুটির মধ্যে মোট তিনটি পার্থক্য লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে ছবি থেকে সেই তিনটি পার্থক্য খুঁজে বের করার জন্য।

তাহলে কিন্তু ইতিমধ্যেই আপনার সময় শুরু হয়ে যাচ্ছে প্রস্তুত হয়ে যান…

ঘড়ি দৌড়াচ্ছে তাই আপনিও চেষ্টা চালিয়ে যান…

সময় কিন্তু শেষ হয়ে আসছে…

না আর সময় নেই, এবার শেষ হয়ে গেল। তবে আপনি উত্তর দিতে পারলেন না। যারা তিনটি পার্থক্য খুঁজে পেয়েছেন এবার আপনাদের জন্য নিচে উত্তর দেওয়া হলো যা মিলিয়ে দেখতে পারেন।

১) প্রথম বাঁ দিকের ফটোতে পিছনে যে বাড়ির দরজা আছে সেটা খানিক ছোট ডানদিকের ফটোর তুলনায়।

২) বাঁ দিকের ফটোতে রাস্তার কোনা ভালো করে দেখুন যা কার্যত অর্ধেক। কিন্তু ডান দিকের ফটোতে সম্পূর্ণ দেখা যাচ্ছে।

৩) প্রথম ফটোতে ঘোড়ার পায়ের যে খুর সেটা ছোট থাকলেও দ্বিতীয় ফটোতে অনেকটা বড়ো দেখা যাচ্ছে।

আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ফটোর মধ্যে পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো। যারা উত্তর দিতে পেরেছেন তাদের সবাইকে জানাই আমাদের প্রতিবেদনের তরফ থেকে অভিনন্দন। আর যারা পারলেন না চিন্তা করার কিছু নেই পরের বার অবশ্যই পারবেন।