Offbeat

চোখের ধাঁধা: এই আপেলগুলোর মধ্যে একটি নকল আপেল, ৭ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Optical Illusion: অপটিক্যাল বিভ্রম হল আপনার সাধারণ বুদ্ধিমত্তার পরীক্ষা। সেই কারণের জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরণের খেলা প্রচুর পাওয়া যায়। আপনার ফোকাস করার এবং নতুন দক্ষতা বিকাশের ক্ষমতার মাধ্যমে এই অপটিক্যাল বিভ্রমগুলি সমাধান করা যেতে পারে। যদিও আপনি প্রথম দেখলে খুবই সাধারণ মনে হয় তবে যখন চেষ্টা করার সময় আসে তখনই কিন্তু অনেকেই উত্তর দিতে পারেন না। চলুন আজকের প্রশ্নটি তাহলে দেখে নেওয়া যাক।

ফটোতে দেখুন অনেক গুলি আপেল দেওয়া আছে। সেখান থেকেই আপনাকে বলতে হবে নকল আপেল কোনটি। হ্যাঁ এবারের সুন্দর এই ধাঁধাটি আপনাদের জন্য তৈরী করা হয়েছে। ফটোতে মোট ৪০টি আপেল আছে। কিন্তু সব কটি আপেল থেকে কিন্তু অল্প একটু খাওয়া। এর মাঝেই একটি নকল আপেল রয়েছে যা আপনাদের খুঁজে বের করতে হবে।

চোখের ধাঁধা: এই আপেলগুলোর মধ্যে একটি নকল আপেল, ৭ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

নির্দিষ্ট ৭ সেকেন্ড সময় পাওয়া যাবে। তবে তীক্ষ্ণ দৃষ্টি না থাকলে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাহলে এখন থেকে আপনার সেই সময় শুরু হলো। ঘড়ির কাঁটা কিন্তু নিজের মতো ঘুরে চলেছে। উত্তর দেওয়ার এই শেষ সুযোগ আপনার কাছে। কি তাহলে আপনিও উত্তর দিতে পারলেন না তাই তো? চলুন নিচে উত্তর বলে দেওয়া যাক।

চোখের ধাঁধা: এই আপেলগুলোর মধ্যে একটি নকল আপেল, ৭ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

দ্বিতীয় সারির সাত নম্বর স্তম্ভের আপেলটি দেখুন ভালো করে। এই আপেলটি কিন্তু আসল নয়। আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো। পরের বার এই ধরণেরই বুদ্ধির খেলায় অবশ্যই উত্তর দিতে পারবেন এমনটা কিন্তু আশা করা যায়।