
কত বড়ো কলা (Banana) বা কলা গাছ দেখেছেন? সাধারণ কলা কার্যত ২-৫ সেন্টিমিটার হয়। অন্যদিকে কলা গাছ ও হয় ৬-৮ ফুট। তবে পৃথিবীতে আশ্চর্যের জিনিসের কোনো খামতি নেই। যে কারণে আয়েদিন নতুনত্ব জিনিস ছড়িয়ে পরে। সাথেই সোশ্যাল মিডিয়া কার্যত সব কিছুর কাজ করে থাকে। তবে এবার যে ফটো সামনে এসেছে তা দেখলে আপনারও মাথা খারাপ হয়ে যাওয়ার সামিল হবে।
নিউ গিনির বৃহত্তম কলা দীর্ঘদিন ধরে রহস্যে আচ্ছন্ন ছিল। খুব কম মানুষই এর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই অধরা কলার রহস্য উদঘাটনের সাম্প্রতিক প্রচেষ্টাগুলি এর বৈশিষ্ট্য এবং জীববিজ্ঞানের উপর নতুন আলো ফেলেছে। যেখানে নতুন এক কলার প্রজাতি সম্পর্কে জানতে পেরেছে। এই কলা সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কারগুলির মধ্যে একটি।
এটি আসলে একটি নতুন প্রজাতির কলা। যা বিজ্ঞানের কাছে আগে অজানা ছিল। গবেষকরা এটির নাম দিয়েছেন ‘মুসা ইনজেনস’ (Musa Ingens)। এটি বিশ্বের বৃহত্তম কলার (Largest Banana) প্রজাতি। যার এক একটি কলার দৈর্ঘ্য ২ মিটার পর্যন্ত হতে পারে। আশ্চর্যের এই কলার ফটো এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। যে কারণে খুবই ভাইরাল হয়েছে সেই ফটো।
কার্যত কোনো মানুষের মুখে ঢুকবে না সেই কলা। ছোট ছোট করে খেতে হবে। গাছটির হাইট ২০ ফুটের বেশি। এত বড়ো গাছের কলা যে অসম্ভব বড়ো হবে তা বোঝাই যাচ্ছে। তবে আপনি কি এর আগে এমন কলা কোনোদিন দেখেছিলেন? আমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।