চোখের পরীক্ষা: এতগুলো ‘208’ সংখ্যার মধ্যে মধ্যে আছে ১ টি ‘280’ লেখা, রইলো ১০ সেকেন্ড সময়

Optical Illusion: সোশ্যাল মিডিয়া (Social Media) এখন হয়ে উঠেছে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। যে কোনো বিষয় সম্পর্কে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন। ঠিক তেমনই ধাঁধা কিংবা নম্বর সিরিজের মজার প্রশ্ন উত্তর আমাদের সামনে এখন এসে যায়। যে কারণে নিমেষের মধ্যে সেই ছবি দেখে উত্তর দিতে পছন্দ করেন সাধারণ মানুষ। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।
সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বহুবার লেখা আছে 208। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা লেখা আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে নিশ্চয়ই জানতে চাইছেন? ফটোর থেকে 280 সংখ্যাটি খুঁজে বের করতে হবে।
তবে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকবে আপনার কাছে এই বিশেষ সংখ্যার মধ্যে থেকে অন্য সংখ্যাটি বের করার জন্য। ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। বুদ্ধির এই খেলায় মাত্র ৫% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছে। ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে আপনার। কি উত্তর খুঁজে পেয়েছেন? এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন।
৪ নম্বর সারির, ৭ নম্বর স্তম্ভটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে 208 সংখ্যাটি লেখা নেই। বরং সেখানে লেখা আছে 280। তবে অনেকেই কিন্তু পেরেছেন এই উত্তর দিতে তাই তাদের বুদ্ধিমান বলতেই হয়। আপনার বোঝার সুবিধার জন্য চিহ্ন করেও দেখানো হলো।