Advertisement
Offbeat

চেক-এ টাকার অঙ্কের পাশে ‘Only’ লেখা হয় কেন? ৯৯% মানুষই জানেন না!

Advertisement
Advertisements

সব ব্যাংক কার্যত এখন এটিএম (ATM) কার্ডের মাধ্যমে লেনদেন করার সুযোগ দেয়। তবে বড়ো কোনো টাকার অংক আপনি ব্যাংক থেকে তুলতে গেলে নিজেকে যেতে হবে ব্যাংকে। আর সেখানেই লাগবে আপনার চেক (Cheque)। চেকের মাধ্যমে অনেকেই নিয়মিত লেনদেন করেন। তবে চেক লেখার কিন্তু একটি নির্দিষ্ট খসড়া আছে। সেই ভাবেই আপনাকে নির্দিষ্ট চেক লিখতে হয়।

চেক-এ টাকার অঙ্কের পাশে ‘Only' লেখা হয় কেন? ৯৯% মানুষই জানেন না!

Advertisements

চেকে টাকার অঙ্ক লেখার পর ONLY শব্দটি লিখে দেন। তবে জানেন কেন এই ONLY শব্দটি লেখা হয়? আপনার মতোই ৯৯% মানুষ এর পিছনের আসল কারণ জানেন না। কিন্তু এই অনলি লেখার পিছনে বিশেষ কারণ কাজ করে। মূলত টাকাপয়সা নিয়ে বিভিন্ন সংবাদ আমরা শুনে থাকি। দুস্টু লোকেদের কারসাজির ফলে অনেকেই নিজের কষ্টের টাকা খুঁইয়ে ফেলেন।

Advertisements

তাই ব্যাংক সেসব থেকে আপনাকে রক্ষা করার জন্যই Only শব্দটি লেখার নির্দেশ দেন। কারও নামে চেক কেটে দিলে টাকার অঙ্কের ঠিক পরেই Only শব্দটি জুড়ে দিতে হয়। Only শব্দটি লেখা থাকলে আপনাকে প্রতারিত করতে পারবে না কেউ। টাকার অংক লিখে যদি তারপরে Only লিখে দেন তাহলে আর কেউ তারপরে কিছু লিখতে বা যোগ করতে পারবে না।

চেক-এ টাকার অঙ্কের পাশে ‘Only' লেখা হয় কেন? ৯৯% মানুষই জানেন না!

ধরুন আপনি কাউকে ৫০,০০০ টাকা তোলার জন্য একটি চেক কেটে দিলেন। টাকার অঙ্কের জায়গায় লিখলেন- fifty five thousand only। তাহলে এই জায়গায় কিন্তু আর কেউ কিছু লিখতে পারবে না। চেকে সংখ্যায় টাকার অঙ্ক লেখার পরও তাই একটি স্ল্যাস বা দাগ কেটে দিতে হয়। এতে পরে আর কোনও অক্ষর বা শব্দ কেউ বসাতে পারবে না। তাই এবার থেকে চেক ব্যবহার করলে অতি অবশ্যই আপনি এই জিনিসটি মেনে চলবেন।